রায়নায় একলক্ষী জাগো বাংলার দুর্গোৎসব দ্বিতীয় বছরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও জনসেবা 

IMG-20250915-WA0057

রায়না, পূর্ব বর্ধমান: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। পূর্ব বর্ধমান জেলার রায়না ২ ব্লকের একলক্ষী ফুটবল মাঠে দ্বিতীয় বছর পা দিল একলক্ষী জাগো বাংলা ট্রাস্টের সার্বজনীন দুর্গোৎসব। এলাকায় বাড়ির পুজো বা সাবেকিআনা পুজো থাকলেও সার্বজনীন দুর্গোৎসবের বিশেষ আয়োজন ছিল না। সেই ঘাটতি পূরণ করতেই গত বছর শুরু হয় এই উদ্যোগ। এবছর উৎসবের প্রস্তুতি তুঙ্গে, এবং এলাকার শিশু থেকে শুরু করে মহিলা, পুরুষ—সবাই উৎসবকে ঘিরে উচ্ছ্বসিত।এই বছরের পুজোর থিম চাইনিজ ড্রাগন টেম্পেল। ইতিমধ্যেই মন্ডপের কাজ অনেকটাই এগিয়েছে এবং প্রতিদিনই উৎসুক জনতার ভিড় বাড়ছে। ২৪ লক্ষ টাকা বাজেট নিয়ে শুরু হওয়া পুজো শুরু হবে পঞ্চমীতে এবং চলবে দ্বাদশী পর্যন্ত। উৎসবের প্রতিটি দিন ভরপুর থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীদের পরিবেশনা এবং নানা ধরনের মনোরঞ্জনের ব্যবস্থা থাকবে।উৎসবের পাশাপাশি সামাজিক উদ্যোগেও গুরুত্ব দিচ্ছেন উদ্যোক্তারা। সম্প্রতি এলাকায় মহিলা ও পুরুষদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে পুজোর দিনগুলিতে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম গ্রহণের পরিকল্পনা করা হয়েছে। চক্ষু পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা শিবির, বস্ত্রদান, রক্তদান শিবির, বৃক্ষরোপণ এবং মশারি বিতরণ কর্মসূচির কথা জানানো হয়েছে।উদ্যোক্তারা বলেন, “উৎসব শুধু আনন্দের জন্য নয়, সমাজের পাশে দাঁড়ানোরও একটি সুযোগ। সাংস্কৃতিক অনুষ্ঠান ও জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে এবারের দুর্গোৎসব আরো অর্থবহ হবে।সব মিলিয়ে রায়না ২ ব্লকের একলক্ষী ফুটবল মাঠ এবছর দুর্গোৎসবকে কেন্দ্র করে হয়ে উঠেছে এক প্রাণবন্ত মিলনমেলা, যেখানে ধর্মীয় উৎসবের সঙ্গে যুক্ত হয়েছে সমাজসেবার মানবিক দায়িত্ব। এলাকাবাসীর মধ্যে উৎসব নিয়ে উৎসাহ ও উদ্দীপনা তুঙ্গে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement