উৎসবে তানিস্কের উপহার ‘আবাহন’

IMG 1

বাঙালির প্ৰিয় উৎসব দুর্গাপুজো। আর সেই পুজোয় নারী সেজে ওঠে গহনায়। প্রতি বছরের মতো এবারও গয়না প্রস্তুতকারক সংস্থা তানিস্ক উৎসব কালেকশন ‘আবাহন’ নিয়ে এল। ঐতিহ্যবাহী শিল্পকলা ও সমৃদ্ধ নৈপুণ্যকে সঙ্গী করে আধুনিক কারুকার্যে তাঁদের নয়া কালেকশন লঞ্চ করল। রবিবার সন্ধ্যেয় সংস্থার পক্ষ থেকে অভিনেত্রী মিমি চক্রবর্তীর উপস্থিতিতে ‘আবাহন’ কালেকশন উন্মোচন করা হয়। এছাড়া সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন রিটেল ও মার্কেটিং ভাইস প্রেসিডেন্ট অরুণ নারায়ণসার্কেল বিজনেস হেড অলোক রঞ্জন, চিফ মার্কেটিং অফিসার পেলকি টি শেরিং।
এদিন সংস্থার রিটেল ও মার্কেটিং ভাইস প্রেসিডেন্ট অরুণ নারায়ণ বলেন, এবার তৃতীয় বছর। মা দুর্গার অনুকরণে স্পেশাল জুয়েলারি তৈরী হয়েছে। ডাকের সাজ ও শোলার সাজের মতো গয়নার অলংকার তৈরী করা হয়েছে। গত ৬ মাস ধরে মেদিনীপুরের স্বর্ন শিল্পীরা এই কাজ করেছেন। স্বর্ন শিল্পীরা মোট ৫৬টি ইউনিট ডিজাইন করেছেন।
একইসঙ্গে যোগ করেন, ২৯ বছর আগে বাংলায় প্রথম ক্যামাক স্ট্রিটে সংস্থার বিপনি খোলা হয়েছিল। বর্তমানে দেশে ৫০০ এর বেশি স্টোর রয়েছে ৩০০ শহরে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement