ভারতে এর প্রথম হাইপার স্পোর্ট স্কুটার এনটর্ক ১৫০

IMG-20250912-WA0104

কলকাতা: দুই ও তিন চাকার গাড়ি প্রস্তুতকারী সংস্থা টিভিএস মোটর ভারতে দ্রুততম হাইপার স্পোর্ট স্কুটার টিভিএস এনটর্ক ১৫০ নিয়ে এল। নতুন প্রজন্মের রাইডারদের জন্য পরিকল্পিত এই স্কুটারটির বিশেষ ভাবে তৈরী করা হয়েছে। শুক্রবার সংস্থার পক্ষ থেকে কলকাতায় লঞ্চ করা হয়। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরী এই স্কুটারটির বাজার মূল্য ১,১৯,০০০ নির্ধারণ করা হয়েছে। এদিন উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-হেড কমিউটার ও ইভি বিজনেস এবং হেড কর্পোরেট ব্র্যান্ড ও মিডিয়া, টিভিএস মোটর কোম্পানির, পক্ষ থেকে অনিরুদ্ধ হালদার। তিনি বলেন, “দুই মিলিয়নেরও বেশি এনটর্কিয়ান এবং ৫০টি স্ব-পরিচালিত রাইড গ্রুপ ও কমিউনিটি মিলে এমন এক সম্পর্ক গড়ে তুলেছে, যা ভারতের অন্যতম প্রিয় ও আইকনিক অটোমোটিভ ব্র্যান্ড এবং তার রাইডারদের মধ্যে বিদ্যমান। টিভিএস এনটর্ক মানেই আকর্ষণীয় ডিজাইন, শ্রেষ্ঠ পারফরম্যান্স এবং নতুন যুগের প্রযুক্তি। একেবারে নতুন টিভিএস এনটর্ক ১৫০, জেন-জেড প্রজন্মের ক্রমবর্ধমান হাই-পারফরম্যান্স আকাঙ্ক্ষাকে পূরণ করার লক্ষ্যে তৈরি। ভারতের প্রথম হাইপার স্পোর্ট স্কুটার টিভিএস এনটর্ক ১৫০, তার হাইপার ফিউচারিস্টিক ডিজাইন, হাইপার টিউনড পারফরম্যান্স এবং হাইপার কানেক্টেড টেকনোলজির মাধ্যমে রাইডারদের রোমাঞ্চিত করবে এবং টিভিএস এনটর্ক ব্র্যান্ড ফ্র্যাঞ্চাইজিকে আরও দৃঢ় ও বিস্তৃত করে তুলবে।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement