এবার পুজোয় আকর্ষণ ফুলবাড়ির টি লিফ রিসোর্ট

IMG-20250906-WA0087

ফুলবাড়ি: পুজো আসতে আর বেশি দেরি নেই, আর পূজো মানেই বেড়ানো। আর উত্তরবঙ্গে আকর্ষণীয় বেড়াতে আসা। এর উপরে দার্জিলিং এবং সিকিম তো আছেই। তবে এখন সিকিম এবং দার্জিলিং এ শুধু নয় মানুষ উত্তরবঙ্গে এসে সমতল বেড়াতে পছন্দ করে। ভালো ভালো হোমস্টে এবং রিসোর্ট হয়েছে উত্তরবঙ্গে। যাদের মধ্যে অন্যতম শিলিগুড়ির ১৪ নম্বর ওয়ার্ডে বসবাসকারী সুভাষ সরকারের ” টি লিফ রিসোর্ট।”
আমি এবার পুজোর আগে বলা যায় পুজোর অনেক আগে থেকেই চিন্তা ভাবনা করেছিলাম আমার রিসোর্টের একটু পরিবর্তন আনবো। কতটুকু আনতে পারলাম বা কতটুকু সফল হলাম এটা দর্শকই বলে দেবে। এটুকু বলতে পারি পাহাড়ের যেকোনো রিসোর্ট এর চাইতে কোন অংশে বা কোন ভাবেই কম নয় আমার রিসোর্ট। এটা মানুষ বলবেন, এনজিপি থেকে খুব একটা দূরে নয় আমার রিসোর্ট। গাড়ি করে আসলে মানে চার চাকা গাড়ি এক থেকে দেড় ঘণ্টার মধ্যে পৌঁছে যাবেন। খাবারের কথা আমি বলবো না যারা এসে থাকবেন তারাই বলবেন। এবং আমি বেশি করে বলতে চাইবো আমার রিসোর্ট এর চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যের কথা। কতখানি সুন্দর এবং মনোরম দৃশ্য আপনি সন্ধ্যাবেলা দেখতে পাবেন, একদিন না এসে থাকলে বোঝা যাবে না। তবে সবার উপরে তো টাকা, আমরা যে টাকাটা নি সেটা সবার জন্য, সবাই এসে থাকতে পারবেন কোন সমস্যা হবে না। অন্যান্য জায়গার থেকে অনেকটা এগিয়ে আছে এই দিক দিয়ে আমরা। আমার রিসোর্ট এর নাম একটা অন্যরকম আকর্ষণ নিয়ে আসে মানুষের জন্য এবং মানুষের মধ্যে। তবে আসল পরীক্ষা আমার এই সময়টা। যদি মানুষ পছন্দ করে, তবে বুঝবো আমার স্বপ্ন সফল হয়েছে। জানালেন সুভাষ সরকার।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement