সিডনি: আচমকাই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্কের। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যা অস্ট্রেলিয়ার জন্য বড়সড় ধাক্কা বলে মনে করছেন অনেকে। তবে স্টার্ক পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ২০২৭-র ওয়ানডে বিশ্বকাপ ও টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দিতেই তাঁর এই সিদ্ধান্ত। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী স্টার্ক। ৬৫ ম্যাচে তুলেছেন ৭৯ উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে ২০২১-এ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। বাঁহাতি অজি পেসার অবসরের সিদ্ধান্ত নিয়ে বলছেন, “অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি ম্যাচে নামার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। বিশেষ করে ২০২১-র টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওই বিশ্বকাপ শুধু আমরা জিতেছি বলে নয়। যাদের সঙ্গে খেলেছি, তাদের সঙ্গে খুব মজা করেছি।আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে হঠাৎ কেন অবসর? স্টার্কের বক্তব্য, বিশ্বকাপের আগে যাতে অস্ট্রেলিয়া বোলিং লাইন আপ গুছিয়ে নিতে পারে, তাই ৬ মাস আগেই সরে দাঁড়ালেন। ৩৬ বছর বয়সি তারকা পেসার আরও বলছেন, “ভারতে আমাদের সফর আছে, অ্যাসেজ আছে, ২০২৭-এ ওয়ানডে বিশ্বকাপ আছে। আমার মনে হয় টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোয় সেগুলোতে আরও তরতাজা হয়ে নামতে পারব। ফিটনেসও ধরে রাখতে পারব। আশা করছি, সেখানে ভালো খেলব।স্টার্কের অবসর নিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক জর্জ বেইলি বলছেন, “নিজের টি-টোয়েন্টি কেরিয়ার নিয়ে মিচের গর্ব করা উচিত। ২০২১-র বিশ্বকাপ জয়ে ওর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কীভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে হয় বা উইকেট তুলে নিতে হয়, সেটা ও খুব ভালো জানে।” যদিও স্টার্ক শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন একবছর আগে, টি-টোয়েন্টি বিশ্বকাপে। ফলে আগামী বছরের বিশ্বকাপে তাঁকে না দেখার সম্ভাবনাই বেশি ছিল।