কাউন্সিলর গনেশ পুজোতে বিতরণ করলেন শাড়ি

IMG-20250831-WA0047

শিলিগুড়ি: আজকে শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর দিলীপ বর্মন  গনেশ পুজো উপলক্ষে বিতরণ করলেন শাড়ি। উল্লেখযোগ্য  একের পর এক বিতর্ক তাড়া করে বেড়াচ্ছে  কাউন্সিলর কে। মেয়র, ডেপুটি মেয়র এবং প্রাক্তন জেলা সভাপতি কাউকেই তিনি ছাড়ছেন না। উত্তর দিতে একটুও দেরী করছেন না। আবার গতকাল শিলিগুড়ির ৪২নং ওয়ার্ড এ দুস্থ দের শাড়ি বিতরণ করলেন কাউন্সিলার। তিনি জানালেন আমি সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার। পুজোতে  সবারই একটা করে  আব দার থাকে। আর আমি সবসময় চেষ্টা করে থাকি  গরিবদের মুখে যাতে সব সময় হাসি দেখতে পাওয়া যায়। দিলীপ বর্মন বারবার বিতর্ক এনে দিয়েছেন। তিনি জানিয়েছেন আমি যেরকম হই না কেন, গরিবদের পাশে সবসময় থাকতে চেষ্টা করি। আগামী দিনেও আমি  থাকবো অসহায় দুস্থ দের পাশে। তবে এদিন কিন্তু দিলীপ বর্মন প্রমাণ করে দিলেন তিনি সবদিকেই আছেন। যতই তার আশেপাশে  বিতর্ক থাকুক  তিনি যে সবার চাইতে আলাদা তিনি তা প্রমাণ করে দিলেন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement