চা পাতা চুরির অভিযোগ দুজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করল পুলিশ

5bee9bad-0fe0-421a-8e59-77ef39958c4c706988-jail

শিলিগুড়ি: রোজই চুরি হয়ে যাচ্ছিল চা পাতা, অবশেষে তদন্তে নেমে দুই সিভিক ভলেন্টিয়ার কে গ্রেপ্তার করল পুলিশ। একজনের নাম উত্তম বর্মন। সে এনজিপির কাছে ট্রাফিক গার্ডে কর্মরত। জানা গেছে ওই দুজন রোজি এনজিপির কাছে এক জায়গা থেকে চা পাতা চুরি করত। রোজ দেখা যাচ্ছিল চাপাতা কম হয়ে যাচ্ছে, তদন্তে নেমে জিজ্ঞাসাবাদ করলে পুলিশ গোটা বিষয়টি জানতে পারে। কতদিন ধরে এই কাজ তারা করে আসতে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে পুলিশ জানতে পারে বেশ কিছুদিন ধরে তারা এই কাজ করে আসছিল। এই কাজে তারা স্থানীয় লোকেদেরও কাজে লাগিয়েছিল। মোটা টাকা লাভ আসতে শুরু করায় সবকিছু জেনেও তারা এই কাজ থেকে সরে আসতে পারছিল না। অবশেষে তারা গ্রেফতার হয়।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement