অনুপ্রবেশ ইস্যুতে বরাবরই সরব অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অনুপ্রবেশ রুখতে রাজ্য জুড়ে শুরু করেছেন বিশেষ অভিযান। এর মধ্যেই বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার কাজ শুরু করল অসম সরকার। মে মাসেই আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বিলির সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রিসভা।