আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৮ দিনের মিশন শেষ করে ১৫ জুলাই পৃথিবীতে ফিরেছেন শুভাংশু। রবিবার সকালে আমেরিকা থেকে ভারত ফিরলেন তিনি। তার আগে বিমানে বসেই ইনস্টাগ্রামে লেখা এক বার্তায় শুভাংশু তাঁর মনের নানা অনুভূতির কথা ভাগ করে নেন। দেশে ফেরায় খুশি তাঁর পরিবারও।