অপো ইন্ডিয়া নিয়ে এল নয়া মডেল রেনো ১৪ প্রো

IMG-20250724-WA0080

তরুণ প্রজন্ম আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর মোবাইল ব্যবহার করতে আগ্রহী হয়ে পড়ছে। তরুণ প্রজন্মের জন্য মোবাইল প্রস্তুতকারক সংস্থা অপো ইন্ডিয়া নয়া মডেল রেনো ১৪ প্রো সিরিজ ভারতীয় বাজারে নিয়ে এল। বৃহস্পতিবার কলকাতায় সংস্থার পক্ষ থেকে অপূর্বা শ্রীবাস্তব জানান, নয়া এই মডেল দুটিতে এআই ক্যামেরা ভিত্তিক যুক্ত রয়েছে। প্রায় ১১০ একর জুড়ে সংস্থার প্রোডাকশন ইউনিট রয়েছে। দেশের ৫২টি প্রোডাকশন ইউনিট রয়েছে। গ্রাহক পরিষেবার জন্য ৫৫৬ সার্ভিস সেন্টার রয়েছে। ২৫ হাজারের বেশি জায়গায় মোবাইল ডেলিভারি করা হয়। গ্রাহকদের জন্য ১৯ ভাষায় ৫০০ বেশি শহরে পরিষেবা দেওয়া হয়। অপূর্বা জানান, আমাদের লক্ষ্য গ্রাহকদের ২ লাখ টাকায় যেমন এআই পরিষেবা দেওয়া তেমন ২০ হাজার টাকায় সেই ফিচার উপলব্ধ থাকে। বর্তমানে সংস্থার ২১৫% ব্যবসা বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়িক বৃদ্ধির দিক থেকে দেশের মধ্যে কলকাতা তৃতীয়/চতুর্থ স্থানে। সংস্থায় ৫০০০ ছাত্রছাত্রী যুক্ত রয়েছে। একইসঙ্গে ৪৭৬ শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি রয়েছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement