লন্ডন: ক্লাব বিশ্বকাপের আসল ট্রফিটা এখন থেকে ওভাল অফিসে স্থায়ীভাবে থাকবে এবং ফিফা ইতিমধ্যে চেলসিকে দেওয়ার জন্য ট্রফিটির একটি নতুন রেপ্লিকা তৈরি করেছে। এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ক্লাব বিশ্বকাপের আনুষ্ঠানিক সম্প্রচারকারী ‘ডাজন’-এ দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি ফিফা কর্মকর্তাদের বললাম, ‘তোমরা কবে ট্রফিটা নিয়ে যাবে?’ ওরা বলল, ‘আমরা কখনোই নিয়ে যাব না। এটা তোমার ওভাল অফিসে থাকবে। আমরা আরেকটা তৈরি করছি।’ আর ওরা সত্যিই আরেকটা ট্রফি বানিয়ে ফেলেছে। এটা খুবই রোমাঞ্চকর ছিল। এখন ট্রফিটা ওভালে আছে।”
ফিফার পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি যে মূল ট্রফি ও নতুন কপির মধ্যে কোনো পার্থক্য আছে কি না। তবে বিষয়টি নিয়ে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সাক্ষাৎকারে ট্রাম্প আরো বলেন, তিনি নির্বাহী আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ‘সকার’-এর পরিবর্তে ‘ফুটবল’ নাম ব্যবহার বাধ্যতামূলক করতে পারেন। ফিফা ও বিশ্বকাপ সম্পর্কে ট্রাম্প বলেন, ‘এটা ঐক্যের ব্যাপার। সবাইকে একত্রিত করা, দেশের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেওয়া। ফুটবল সম্ভবত সবচেয়ে আন্তর্জাতিক খেলা, যা পুরো বিশ্বকে একত্রিত করতে পারে।’ এর আগে নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে রবিবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি জয়ের পর ট্রাম্প নিজেই চেলসি অধিনায়ক রিস জেমসের হাতে ট্রফি তুলে দেন। ট্রফি প্রদান অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবং ট্রাম্পের মন্ত্রিসভার একাধিক সদস্য। ট্রাম্প যখন ট্রফি তুলে দিচ্ছিলেন, তখন চেলসির খেলোয়াড়রা কিছুটা বিভ্রান্ত ছিলেন এবং ইনফান্তিনো বারবার তাকে পেছনে সরে যেতে অনুরোধ করেন।