সেরা ফুটবলার হওয়ার স্বপ্ন রুনির

IMG-20250715-WA0092

লন্ডন: ‘সর্বকালের সেরা ফুটবলার হতে চাই’—এই কথাটা যখন বলেছিলেন রুনি বার্দগি, তখন তিনি ছিলেন কেবল একজন ১৭ বছর বয়সী উদীয়মান উইঙ্গার। আজ সেই রুনি স্বপ্ন ছুঁয়েছেন। ডেনিশ ক্লাব কোপেনহেগেন থেকে বার্সেলোনায় চার বছরের চুক্তিতে যোগ দিয়েছেন এই সুইডিশ ফুটবলার। ফুটবল ম্যানেজার গেমের ভক্তরা তার নাম আগেই জেনে ফেলেছিলেন— এক ‘ওয়ান্ডার কিড’ হিসেবে। বাস্তব ফুটবলেও নিজের জাত চিনিয়েছেন ২০২৩ সালের চ্যাম্পিয়নস লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিপক্ষে দুর্দান্ত এক গোল করে। আসল নাম রুনি বার্দগি। ডাকনামে ডাকা হয় শুধু ‘রুনি’ নামে। কুয়েত সিটিতে জন্ম নেয়া ফুটবলারের বাবা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ভক্ত হলেও ছোটবেলায় রুনিকে দেখা যায় বার্সেলোনার জার্সি পরে জাবুলানি বলের পাশে দাঁড়িয়ে থাকতে। তার নামের সঙ্গে ওয়েন রুনির কোনো সম্পর্ক নেই— ২০২৪ সালে মার্কিন সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘এটা শুধু মায়ের দেওয়া একটা সৌভাগ্যের প্রতীকী নাম।’

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement