শিক্ষিকা-ছাত্রীদের মধ্যে মতবিরোধ ভেলাকোপা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে

IMG-20250715-WA0117

শিলিগুড়ি: শিক্ষিকা এবং ছাত্রীদের মধ্যে মতবিরোধের কারণে উত্তেজনা ছড়ালো ভেলাকোপা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এ। শিক্ষিকারা নতুন নিয়ম শুরু করেছেন বেলা ১১ঃ০০ টার আগে স্কুলে ঢুকতে হবে, অধিকাংশ ছাত্রী এবং তার অভিভাবকদের অভিযোগ শিক্ষিকারা নিজেরাই নিজেদের নিয়ম মানেন না। গত সোমবার বেশ কয়েকজন ছাত্রী বেলা ১১ঃ০০ টার পর স্কুলে আসলে তাদের স্কুলে ঢুকতে দেননি শিক্ষিকারা, যদিও এই সময় বাইরে ছিলেন বেশ কয়েকজন শিক্ষিকাও। যদিও তারা জানান তারা ব্যক্তিগত কাজে বাইরে গিয়েছিলেন না হলে তারা ঠিক সময় স্কুলে ঢোকেন. পাল্টা দিয়েছেন ছাত্রীরাও তারা জানিয়েছেন শুধু একদিন নয় অনেক শিক্ষিকায় আছেন যারা নিজেদের নিয়মের কোন তোয়াক্কা করেন না, নিজেরাই নানান অছিলায় দেরি করে ঢোকেন। আর তাদের বেলায় হয়ে গেছে যত অশান্তি, গতকাল এই নিয়ে উত্তেজনা ছড়া ইস্কুলে, সেখানে খবর পেয়ে পৌঁছে যান সাংবাদিকেরা, স্কুলে শিক্ষিকারা এবং স্কুল কর্তৃপক্ষ তাদের ভিতরে ঢুকতে দিতে অস্বীকার করেন। যদিও পরে চাপাচাপিতে ছাত্র-ছাত্রীদের স্কুলে ঢুকতে দেয় কুল কর্তৃপক্ষ। অন্যদিকে প্রধান শিক্ষিকা অভিযোগ করেছেন ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকেরা তার উপর চাপ দিয়ে স্কুলে ঢুকে গেছে। অভিভাবকেরা এই যুক্তি মানতে নারাজ। তারা জানিয়েছেন এরকম কোন ঘটনা ঘটেনি।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement