মালদহ: রাজ্যজুড়ে দিকে দিকে নারী নির্যাতনের প্রতিবাদে ও কন্যা সুরক্ষার দাবিতে ২১শে জুলাই উত্তরকন্যা চলো অভিযানের ডাক দিয়েছে বিজেপি। তাই উত্তরকন্যা অভিযান সফল করতে মঙ্গলবার মালদায় মহা মিছিল করল বিজেপি যুব মোর্চা। একদিকে একুশে জুলাই যেমন কলকাতার ধর্মতলায় শহীদ দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে এবার বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে ঐদিনই শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে পুরাতন মালদার মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড় থেকে শুরু হয়ে মালদা শহরে রথবাড়ি পর্যন্ত হয় এই মিছিল পরিক্রমা করে। বিজেপির এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ সিংহ, দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি অজয় গাঙ্গুলী, দুই সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি সহ নেতৃত্ব এবং জনপ্রতিনিধিরা। কর্মীদের উৎসাহ এবং উপস্থিতি ছিল চোখে পড়ার মত। মিছিল থেকে উত্তরবঙ্গের বঞ্চনা সহ নারী নির্যাতন ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করে গেরুয়া শিবির। একদিকে যেমন তৃণমূল একুশের প্রস্তুতি নিয়ে জেলা জুড়ে ভোটকে সামনে রেখে ময়দানে নেমে পড়েছে, তেমনভাবে এবার নেমে পড়লো বিজেপি নেতৃত্ব।