মুম্বই: বলিউডের খ্যাতনামা স্টুডিও ‘ফিল্মিস্তান’-এর জমিতে গড়ে উঠছে বিশাল বহুতল আবাসন প্রকল্প। অভিনেত্রী রানি মুখার্জি ও কাজলের ঠাকুরদা শশধর মুখার্জি যে স্টুডিওটি প্রতিষ্ঠা করেছিলেন ৮২ বছর আগে, সেটি এবার ৩০০০ কোটি টাকার একটি বিলাসবহুল আবাসনে পরিণত হতে চলেছে।সম্প্রতি আরকেড ডেভেলপার্স নামক একটি সংস্থা ‘ফিল্মিস্তান স্টুডিও’-র ৪ একর জমি কিনে নিয়েছে প্রায় ১৮৩ কোটি টাকার বিনিময়ে। সেই জমিতেই গড়ে উঠবে দুটি ৫০ তলা আবাসিক টাওয়ার। থাকবে ৩, ৪ এবং ৫ বেডরুমের বিলাসবহুল ফ্ল্যাট ও একাধিক পেন্টহাউস।ডেভেলপার সংস্থার চেয়ারম্যান অমিত জৈন মুম্বই সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে বলেন, “এই জায়গাটির একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। আমরা সেটিকে সম্মান জানিয়ে একটি প্রকল্প গড়ে তুলতে চাই। শুধু আবাসন নয়, এটা হবে জীবনযাপনের এক অনন্য ক্ষেত্র।” ১৯৪৩ সালে শশধর মুখার্জি, অভিনেতা আশোক কুমার, পরিচালক জ্ঞান মুখার্জি এবং রায় বাহাদুর চুনিলালের উদ্যোগে তৈরি হয়েছিল এই স্টুডিও। বহু বছর ধরে এখানে বলিউডের নামজাদা ছবির শুটিং হয়েছে। শুটিং ছাড়াও এটি ছিল এক সময়ের কর্মসংস্থানের অন্যতম কেন্দ্র, যেখানে স্থায়ীভাবে শিল্পী ও কলাকুশলীরা কাজ করতেন।তবে এই সিদ্ধান্তে আপত্তি তুলেছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের দাবি, এই ধরনের পুরনো স্টুডিও ভেঙে আবাসন প্রকল্প তৈরি হলে বহু কলাকুশলীর কাজের সুযোগ কমে যাবে। সংগঠনের তরফে মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করার আবেদন জানানো হয়েছে।এক সময় যে স্টুডিও বলিউডের ইতিহাসকে বহন করত, সেখানে এবার গড়ে উঠবে আধুনিক, ঝকঝকে হাই-রাইজ। অনেকের চোখে এটি সময়ের দাবি হলেও, চলচ্চিত্রপ্রেমীদের কাছে ‘ফিল্মিস্তান’-এর অবসান যেন এক যুগের সমাপ্তি।