শিলিগুড়ি: একুশে জুলাই “শহীদ স্মরণে” স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। আজ মাটিগাড়াতে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানালেন যদি সব কিছু মনে করতে হয় তবে রক্তদান করা একান্তই প্রয়োজন। আমি প্রত্যেক মানুষকে বলবো বছরে একবার হলেও আপনারা সবাই রক্তদান করুন। একেক সময় একেক রকম ভাবে রক্তদানের প্রয়োজন হয়। তখন আমরা এদিক-ওদিক ঘোরাফেরা করে থাকি। তাই যদি আমাদের আগের থেকে তৈরি থাকতে হয় তবে আমরা রক্তদান শিবিরের আয়োজন করি। আজকের এই শিবিরে যারা যারা রক্তদান করলেন তাদের অনেক অনেক শুভেচ্ছা শুভ কামনা।