স্টোকস কে নিয়ে সমস্যায় জাদেজা

IMG-20250704-WA0069

এজবাস্টন: বার বার আম্পায়ারের কাছে অভিযোগ করছিলেন বেন স্টোকস। কী নিয়ে? ইংরেজ অধিনায়কের মনে হচ্ছিল, ইচ্ছা করে পিচের ‘ডেঞ্জার জ়োন’-এ ঢুকে পড়ছেন রবীন্দ্র জাডেজা। স্টোকসের সঙ্গে জাডেজার এই বিষয়ে মাঠে কথাও হয়। দ্বিতীয় দিনের খেলা শেষে স্টোকসের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন ভারতীয় অলরাউন্ডার। তাঁর সঙ্গে শুভমন গিলের জুটি নিয়েও কথা বলেছেন তিনি। দ্বিতীয় দিন ব্যাট করার সময় কয়েক বার পিচের ‘ডেঞ্জার জ়োন’-এ ঢুকে পড়েন জাডেজা। রান নেওয়ার সময় তাঁর পা সেখানে পড়ে। ক্রিকেটের নিয়মে রয়েছে, কখনও ব্যাটারেরা ‘ডেঞ্জার জ়োন’-এ ঢুকতে পারবেন না। কারণ, তা হলে জুতোর স্পাইকে পিচ ঘষে যায়। গুড লেংথের আশপাশে একটা রাফ বা ক্ষত তৈরি হয়। ফলে পরে বোলারদের সুবিধা হয়। সেখানে বল পড়লে স্পিনারদের বল বেশি ঘোরে। পেসারেরাও অসমান বাউন্স পেয়ে থাকেন। স্টোকসের অভিযোগ পেয়ে সেই সময় জাডেজাকে আম্পায়ার কয়েক বার সতর্ক করেন। সেই প্রসঙ্গে পরে ভারতীয় অলরাউন্ডার বলেন, “ওর মনে হচ্ছিল আমি নিজের জন্য ‘রাফ’ তৈরি করছি। পেসারেরা এটা করে থাকে। আমার সেটা করার কোনও প্রয়োজন নেই। ও বার বার আম্পায়ারকে বলছিল, আমি পিচের মাঝখান দিয়ে দৌড়াচ্ছি। আমার সে রকম কোনও ইচ্ছা ছিল না। এক বার বা দু’বার ভুল করে হয়তো হয়েছে। ইচ্ছা করে কিছু করিনি। সেটা আমি আম্পায়ার ও স্টোকস দু’জনকেই বলেছি।” এজবাস্টনে শুভমনের সঙ্গে ২০৩ রানের জুটি গড়েন জাডেজা। সেই জুটি ভারতকে প্রথম ইনিংসে ৫৮৭ রানে নিয়ে যায়। শুভমনের ব্যাটিং দেখে অবাক হয়েছেন জাডেজা। দ্বিতীয় দিনের খেলা শেষে তিনি বলেন, “শুভমন কতটা পরিণত হয়েছে দেখেছেন? ওর দুর্ভাগ্য যে ত্রিশতরানের আগে আউট হয়ে গিয়েছে। ওকে দেখে তো মনে হচ্ছিল, আউটই হবে না।” এজবাস্টনে কঠিন পরিস্থিতিতে রান করেছেন জাডেজা। এই ইনিংসের আগের ছয় ইনিংসে রান ছিল না জাডেজার ব্যাটে। এক বারও ৩০ রান পার করতে পারেননি। সেই তিনিই এই ইনিংসের পর আত্মবিশ্বাসী। ভারতীয় অলরাউন্ডার বলেন, “দলের জন্য খেলতে পারলে খুব ভাল লাগে। দেশের বাইরে খেলতে গেলে আমার উপর দায়িত্ব বেশি থাকে। এই ইনিংসে সেই দায়িত্ব সামলাতে পেরেছি।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement