দার্জিলিং: দার্জিলিং এর মেয়ে স্বস্তিকা রাই। জন্মের পর থেকেই স্বাভাবিক জীবন যাপন করতে পারছিল না সে। তার সমস্যা ছিল স্বাভাবিকভাবে সে মল ত্যাগ করতে পারত না। তার বাবা-মা সব জানতেন কিন্তু তাদের কাছে কোন উপায় ছিল না, কারণ তার মেয়ের সফর চিকিৎসা করাতে হলে প্রয়োজন ছিল অনেক টাকার। জিটি এ চেয়ারম্যান অনিত থাপা সব খবর পেয়েছিলেন। তিনি সব শুনে স্বস্তিকার বাড়ি যান এবং তার বাবা মায়ের সাথে কথা বলে তার চিকিৎসার দায়িত্ব নিতে চান। তার বাবা মা অনুমতি দিলে অনিত থাপা স্বস্তিকার বাবা মাকে নিয়ে কলকাতা নিয়ে গিয়ে চিকিৎসা করাতে উদ্যোগী হয়। কিন্তু স্বস্তিকার শারীরিক সক্ষমতা তাকে অতদূর পর্যন্ত যেতে দেয়নি। বাধ্য হয়েই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্বস্তিকার চিকিৎসা শুরু হয়। এবং সফল হয় তার অস্ত্রোপচার। বর্তমানে স্বস্তিকা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলেও প্রচন্ড দুর্বল। অনিত থাপা জানিয়েছেন প্রত্যেক মানুষেরই অধিকার আছে স্বাভাবিকভাবে বেঁচে থাকার, এবং স্বাভাবিকভাবে জীবন যাপন পালন করার। ও যে ভালোভাবে সুস্থ হয়ে উঠছে এটাই আমার কাছে প্রচণ্ড আনন্দের। ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এবং পড়াশোনা করে বড় হোক এটাই আমি চাই। জানালেন অনিত থাপা।