লিডস: লিডস টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন ঋষভ পন্থ। কিন্তু সেই ম্যাচেই বড়সড় শাস্তি পেলেন উইকেটকিপার। টেস্টের তৃতীয় দিন আম্পায়ারের আচরণে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় ঋষভকে। তারপর থেকেই জল্পনা ছিল, হয়তো শাস্তির খাঁড়া নেমে আসতে পারে পন্থের উপর। সেই আশঙ্কাই এবার সত্যি হল। ঠিক কী ঘটিয়েছেন পন্থ? তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার খানিক পর থেকেই ভারতীয় বোলাররা অভিযোগ করছিলেন, বলের আকৃতি খারাপ হয়ে যাচ্ছে। প্রথমবার এই বিষয়ে সরব হতে দেখা যায় জশপ্রীত বুমরাহকে। ম্যাচের বয়স যখন ৬০ ওভার, তখন দেখা যায় বল বদলের জন্য আম্পায়ারকে অনুরোধ করছেন পন্থ। কিন্তু আম্পায়ার বল পরীক্ষা করে জানান, কোনও সমস্যা নেই। ফলে বদলের প্রশ্নই ওঠে না। আম্পায়ারের এমন সিদ্ধান্ত পছন্দ হয়নি পন্থের। বলটি ফেরত নিয়ে যাওয়ার পথে দেখা যায়, রাগের মাথায় জোরে বল ছুড়ছেন চলতি টেস্টে জোড়া সেঞ্চুরি হাঁকানো ব্যাটার। তাঁর কাণ্ড দেখে অবাক হয়ে যান আম্পায়ার পল রাইফেল নিজেও। ভাইরাল হয়ে যায় পন্থের এহেন আচরণের ভিডিও। তারপর থেকেই আশঙ্কা ছিল, ম্যাচ শেষ হলেই শাস্তি দেওয়া হবে পন্থকে। তবে পঞ্চম দিনের খেলা শুরুর আগেই জানা গেল, ভারতীয় সহ অধিনায়ককে শাস্তি দেওয়া হয়েছে। আইসিসি কোড অফ কন্ডাক্টের ২.৮ ধারা লঙ্ঘন করেছেন পন্থ। তার জেরে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে পন্থের নামের পাশে। তবে আর কোনও সাজা পেতে হয়নি তাঁকে। উল্লেখ্য, আইসিসির ২.৮ ধারা অনুসারে, আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কেউ অসম্মতি জানালে তা অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। যা লেভেল ১ বা লেভেল ২ অপরাধ। এক্ষেত্রে কোনও ক্রিকেটারের ম্যাচ ফি’র সর্বাধিক ৫০ শতাংশ কেটে নেওয়া হতে পারে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হতে পারে তাঁকে। পন্থের ক্ষেত্রে জরিমানা করা হয়নি। কারণ পন্থ নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। যা শাস্তি দেওয়া হবে সেটা মেনেও নিয়েছেন তিনি।










