নিহত ইরানের নতুন সেনাপ্রধানও

IMG-20250618-WA0024

লাগাতার ইরানের ওপর হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। আর সেই হামলায় এবার নিহত হলেন ইরানের নতুন সেনানায়কও। মঙ্গলবার পঞ্চমদিনে ইজ়রায়েলের হামলায় নিহত হন ইরানের নয়া সেনা সর্বাধিনায়ক আলি শাদমানি। এমনটাই দাবি করেছে ইজ়রায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। মাত্র দিন তিনেক আগেই শাদমানিকে এই পদে নিযুক্ত করেছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। ইজ়রায়েলের দাবি, মঙ্গলবার রাতে তেহরানে ইজ়রায়েলি বায়ু সেনার হামলায় শাদমানির মৃত্যু হয়েছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত ইরানের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।এর আগে গত ১৩ জুন ইজ়রায়েলের হামলায় মৃত্যু হয়েছিল ইরানের সশস্ত্র বাহিনীর তৎকালীন সর্বাধিনায়ক মেজর জেনারেল মহম্মদ বাগেরির। একইসঙ্গে প্রাণ হারান ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান কমান্ডার জেনারেল হোসেন সালামি এবং ডেপুটি কমান্ডার জেনারেল ঘোলামালি রশিদ-সহ বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীও। উল্লেখ্য, ইজ়রায়েলের হামলার প্রথম আঘাতেই প্রাক্তন সেনা সর্বাধিনায়ক খতম হওয়ার পরই সেনার দায়িত্ব যায় কমান্ডার আলি শাদমানির কাছে। এই যুদ্ধাকালীন পরিস্থিতিতে আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ এই কমান্ডারের নেতৃত্বেই পাল্টা ইজ়রায়েলে হামলা চালায় ইরান। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস এবং ইরানি সশস্ত্র বাহিনী উভয়েরই নেতৃত্বের রাশ ছিল শাদমানির হাতে। তাঁরই মৃত্যু হয়েছে বলে দাবি ইজরায়েলের। আইডিএফ-এর দাবি, খামেনেইয়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন শাদমানি। ‘খতম আল-আম্বিয়া’ ইরানের আধাসামরিক রেভলিউশনারি গার্ডের সদর দফতর। সেখানেই নিহত ডেপুটি কমান্ডার জেনারেল রশিদের স্থানে নিযুক্ত করা হয়েছিল শাদমানিকে। এ বার নিয়োগের মাত্র তিন দিনের মাথায় তাঁকেও হত্যা করল ইজ়রায়েল। ইজ়রায়েলি সেনার গোয়েন্দা সূত্রের দাবি, সোমবার রাতের হামলায় শাদমানির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ইজ়রায়েলি সেনার বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সোমবার গভীর রাতে তেহরানে ইরানের সেনার সদর দফতরে হামলা চালিয়েছিল ইজ়রায়েলি বায়ুসেনা। তাতেই মৃত্যু হয়েছে ইরানের নবনিযুক্ত সেনাপ্রধান শাদমানির।’’ তবে এখনও পর্যন্ত এ নিয়ে ইরানের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement