আমেরিকার লাস ভেগাস শহরের ক্যাসিনোয় ভয়াবহ বিস্ফোরণ। দাউদাউ করে জ্বলে ওঠে গোটা ক্যাসিনো। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের চত্বরেও। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকলা বাহিনী। শুরু হয়েছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা প্রকাশ্যে আসেনি। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার গভীর রাতে লাস ভেগাসের ক্যাসিনোয় বিস্ফোরণ ঘটে। মুহূর্তে দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। ক্যাসিনো সংলগ্ন গাছেও আগুন ধরে যায়। সমাজমাধ্যমে ঘটনাস্থলের বেশকিছু ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, বিস্ফরণস্থলে আগুন দেখে আতঙ্কিত মানুষ ছোটাছুটি করছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে দূর থেকেও শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ। পুলিশ ও দমকল বাহিনী উদ্ধারকাজ শুরু করলেও হতাহতে বিষয়টি এখনও জানা যায়নি। ঘটনাটি নাশকতার কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রসঙ্গত, ইজরায়েল-প্যালেস্টাইন সংঘাতের মাঝে ক’দিন আগে আমেরিকার কলোরাডোয় ইজরায়েলিদের একটি শান্তি মিছিলে হামলা হয়। বোল্ডার শহরের ইহুদি বিদ্বেষী এই ঘটনা পরিকল্পিত সন্ত্রাসবাদী আক্রমণ বলে নিশ্চিত করেছে মার্কন গোয়েন্দা সংস্থা এফবিআই। সপ্তাহখানেক আগেই ওয়াশিংটন ডিসিতে ইজরায়েল দূতাবাসে এক অনুষ্ঠান চলাকালীন হামলা চালায় এক যুবক। ইলিয়াস রডরিগেজ নামে ওই আততায়ীর গুলিতে মৃত্যু হয়েছিল দুই দূতাবাস কর্মীর।এই পরিস্থিতিতে বিশ্বের ১২টি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে সব দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে সেগুলি হল আফগানিস্তান, চাদ, কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, মায়ানমার, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন। আরও ৭টি দেশের নাগরিকদের উপর কঠোর ভ্রমণ বিধিনিষেধ কার্যকর করেছে হোয়াইট হাউস। ট্রাম্পের নয়া নির্দেশিকা কার্যকর হবে আগামী সোমবার থেকে।