বদলি করা হল রবীন্দ্রনগর থানার আইসি ও মহেশতলার এসডিপিওকে

IMG-20250614-WA0076

বদলি করা হল রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিঁয়াকে। তাঁকে পাঠানো হল দার্জিলিংয়ে। তাঁকে পাঠানো হল দার্জিলিংয়ের ইন্সপেক্টর অব পুলিশ করে। তাঁর বদলে ওই পদে আনা হয়েছে মালতার রতুয়ার সার্কেল ইন্সপেক্টর সুজনকুমার রায়কে। এখানেই শেষ নয়। মহেশতলার এসডিপিও কামারুজ্জামান মোল্লাকেও বদলি করে দেওয়া হয়েছে। তাঁকে পাঠানো হয়েছে স্টেট আর্মড পুলিশ তৃতীয় ব্যাটেলিয়নের সহকারী কমান্ডান্ট পদে। তাঁর বদলে মহেশতলার নতুন এসডিপিও করা হল সৈয়দ রেজাউল কবীরকে। ইতিমধ্যেই রাজ্য পুলিশের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে সেকথা জানানো হয়েছে। এতদিন তিনি ছিলেন রাজারহাট থানার আইসি। মহেশতলায় সংঘর্ষের জেরেই এই রদবদল কি না তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রসঙ্গত, বুধবার দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগরের আক্রা সন্তোষপুর এলাকা।
একটি দোকান বসানো নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করে রণক্ষেত্রের চেহারা নেয় রবীন্দ্রনগর। কার্যত বেশ কিছুক্ষণ সময়ের জন্য দুষ্কৃতিদের মুক্তাঞ্চলে পরিণত হয়। সংঘর্ষের মাঝে তাণ্ডব চলে থানার সামনে। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ারও অভিযোগ ওঠে। পাশাপাশি রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। আগুন ধরানো হয় মোটরবাইকে। ঘটনায় আক্রান্ত হতে দেখা যায় একাধিক পুলিশকর্মীকে। ইটের আঘাতে আহত হন এক মহিলা পুলিশকর্মীও। স্থানীয়রা এই প্রসঙ্গে জানান, বুধবার বাজার চলাকালীন কয়েকশো মানুষ আসে। আর তারপর ভাঙচুর চালায়। এখনও তার ছাপ স্পষ্ট। এমনকী সিসিটিভি ক্যামেরা ভাঙা হয়। লুঠ করা হয় দোকান। ঘটনার তদন্তে নেমে ৪০ জনকে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ গ্রেপ্তারও করে।মহেশতলার রবীন্দ্রনগরের এই অশান্তি নিয়ে সরব হতে দেখা যায় রাজ্যের বিরোধী দল বিজেপিকে। শুধু রাজনৈতিক ভাবে এই ঘটনার বিরুদ্ধে গলা তোলা নয়, আরও এক পা এগিয়ে একেবারে কলকাতা হাইকোর্টের দ্বারস্থও হতে দেখা যায় রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আদালতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জিও জানান তিনি। পাশাপাশি এই মামলা তদন্তের ভার দেওয়া হোক এনআইএ-কে এমনও দাবি আদালতে তুলে হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। মামলা দায়েরের অনুমতিও দেন বিচারপতি সেন। সব মিলিয়ে আপাতত উত্তেজনা কমলেও তা এখনও ছাইচাপা আগুনের মতোই জ্বলছে রবীন্দ্রনগরে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement