উত্তরবঙ্গ থেকে কলকাতা ফুটবল লিগে

IMG-20250606-WA0273

শিলিগুড়ি: উত্তরবঙ্গের দুই ছেলে জলপাইগুড়ির বিশাল রায় ও শিলিগুড়ির ইন্দ্রজিৎ ছেত্রী খেলতে চলেছে কলকাতা ফুটবল লিগে সারদান হয়ে । ছোটবেলা থেকেই দুজনে ফুটবল অন্ত প্রাণ। এতদিন শিলিগুড়িতেই প্র্যাকটিস করতেন তারা। চোখে লেগে যান কলকাতা সাউদান সমিতি ক্লাবের এক অফিসিয়াল দের মধ্য। তারাই ওদের দুজনকে অফার দেন কলকাতার হয়ে খেলার। তারা দুজন জানিয়েছেন এই মুহূর্তে তারা খেলা ছাড়া অন্য কিছু ভাবছেন না। যারা ডাক দিয়েছেন তাদের হয়ে খেলতে চান তারা। আরো আরো বড় খেলোয়াড় হয়ে ওঠাই তাদের একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন তারা। ধন্যবাদ জানিয়েছেন শিলিগুড়ি ফুটবলপ্রেমী মানুষদের। যাদের উৎসাহ না থাকলে আমরা এই জায়গায় যেতে পারতাম না। আপাতত শুধু ফুটবল খেলে যেতে চাই। সেটাই আমাদের লক্ষ্য। খেলা ছাড়া অন্য কিছু আমাদের মধ্যে নেই, খেলেই পরিবারকে নিয়ে চলবো। জানিয়ে দিলেন তারা।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement