গ্যান্টোক: প্রবল দূর্যোগ উত্তর সিকিমে। আটকে পড়ে গেছেন বহু পর্যটক , সেনাবাহিনী এবং স্থানীয় মানুষ যদি না থাকতেন তাহলে কি হতো বলা মুশকিল। খেপে খেপে পর্যটকদের উদ্ধার করছে সেনাবাহিনীর কপ্টার। পর্যটকদের মধ্যে অনেকেই আছেন যারা অসুস্থ, বয়স্ক এবং শিশু তাদের জন্য আলাদা আলাদা করে খাবারের ব্যবস্থা করেছে সেনাবাহিনী। একবা1রে সবাইকে আনা কোনভাবেই সম্ভব নয় তাই অল্প অল্প করে পর্যটকদের ফেরাচ্ছে সেনাবাহিনী। এই কাজে হাত লাগিয়েছেন স্থানীয় মানুষেরাও, তারা জানিয়েছেন তাদের তরফ থেকে যতটুকু করা যায় এটা করার চেষ্টা করা হচ্ছে। এমনিতেই সিকিমে উদ্ধার কার্য বেশিক্ষণ চালানো যায় না, আড়াইটা তিনটের পর একেবারেই অন্ধকার হয়ে যাচ্ছে গোটা সিকিম। একে প্রতিকূল আবহাওয়া, তারপর অন্ধকার এবং তার উপর হাওয়া উদ্ধার কার্যকে অনেকটাই থামিয়ে দিচ্ছে, তবুও আদম্য লড়াই করে পর্যটকদের ফিরিয়ে আনছেন সেনাবাহিনীর জা -ওয়ানরা। সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে এখনো অনেক পর্যটক আছেন সিকিমে আটকে, তবে সবাইকেই ফেরানো হবে জানিয়ে দিয়েছে সেনাবাহিনী। আপাতত সিকিমে বিশেষ করে উত্তর সিকিমে যাওয়ার অনুমতি এখনই মিলবে না। তাই পর্যটকদের ফিরে যেতে বলা হচ্ছে, আপাতত হোটেল এবং রেস্ট হাউস গুলিকে বুকিং নিতে বারণ করে দেওয়া হয়েছে ।