অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নিঃ মোদী

IMG-20250529-WA0392

আলিপুরদুয়ার: পহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিতে মে মাসের প্রথম সপ্তাহেই পাকিস্তানে হামলা চালায় ভারতীয় সেনা। অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানের ৯টি জঙ্গি শিবির গুঁড়িয়ে দেওয়া হয়। তারপরেই পাকিস্তান পাল্টা হামলা চালায়। যদিও সেই হামলা রুখে দেয় ভারত। এর মধ্যেই দুই দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়। কিন্তু অপারেশন সিন্দুর এখনও শেষ হয়নি। বাংলা সফরে এসে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে সভা করেন তিনি। সেই সভায় নরেন্দ্র মোদী অপারেশন সিন্দুরের ভূয়সী প্রশংসা করেন। নরেন্দ্র মোদী বলেন, ‘‘পহেলগাঁওয়ের ঘটনায় আপনাদের প্রবল রাগ হয়েছিল। সেই রাগই আমাদের শক্তি জুগিয়েছে। যারা পহেলগাঁও ঘটিয়েছে, তাদের সিঁদুরের শক্তি বুঝিয়ে দিয়েছে ভারতীয় সেনা। কল্পনাই করতে পারেনি পাকিস্তান। অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। তিন বার ঘরে ঢুকে মেরেছি। হামলা হলে শত্রুদের আবার বড় মূল্য দিতে হবে।’’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ যেভাবে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত, যা পাকিস্তান কল্পনাও করতে পারেনি। পাকিস্তান জঙ্গিদের প্রশ্রয় দিয়েছে। ১৯৪৭ সালের পর ভারতে জঙ্গি হামলা পাকিস্তানের। পাকিস্তানের সেনা জঙ্গিদের সাহায্য নেয়। পহেলগাঁও হামলার ভারত পৃথিবীকে জানিয়ে দিয়েছে, জঙ্গি হামলা হলে মূল্য চোকাতে হবে। তিনবার ঘরে ঢুকে মেরেছি’।
বাংলার সঙ্গে ‘অপারেশন সিঁদুরে’র সম্পর্ক কতটা ‘ঘনিষ্ঠ’, তা বোঝানোর চেষ্টা করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘‘আজ যখন সিঁদুরখেলার এই মাটিতে এসেছি, তখন সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের নতুন ভূমিকার কথা উঠে আসা স্বাভাবিক।’’
মোদীর কথায়, ‘‘আমাদের বোনেদের সিঁদুর ওরা মুছেছিল। আমাদের সেনা ওদের আমাদের সিঁদুরের শক্তি বুঝিয়ে দিয়েছে। আমরা সন্ত্রাসের ঘাঁটিগুলো ধ্বংস করে দিয়েছি, যা পাকিস্তান কল্পনাও করতে পারেনি।’’ পাকিস্তানকে আক্রমণ করতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর মুখে বৃহস্পতিবার বাংলাদেশের নামও শোনা গিয়েছে। ১৯৭১ সালের কথা মনে করিয়ে মোদী বলেন, ‘‘আজকের বাংলাদেশে যে রকম সন্ত্রাস পাকিস্তান করেছিল, পাকিস্তানের সেনা বাংলাদেশে যে পরিমাণে ধর্ষণ আর খুন করেছিল, তা কেউ ভুলতে পারে না। সন্ত্রাস আর নরসংহার পাকিস্তানের সেনার সবচেয়ে বড় দক্ষতা।’’ পাশাপাশিই প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘সরাসরি যুদ্ধ হলেই পাকিস্তানকে শোচনীয় ভাবে হারতে হয়। তাই ভারতের সঙ্গে ওরা সরাসরি যুদ্ধ করতে চায় না, সন্ত্রাসবাদীদের দিয়ে ভারতের ক্ষতি করতে চায়।’’ বাংলার মাটিতে শক্তির আরাধনার কথাও এসেছে মোদীর মুখে। বলেছেন, ‘‘আমরা শক্তির পূজা করি। আমরা মহিষাসুরমর্দিনীর পূজা করি। বাংলার বাঘের ভূমি থেকে ১৪০ কোটি ভারতবাসীর সঙ্কল্প, অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি!’’

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement