অধিনায়ক গিল, ইংল্যান্ড সফরের দল ঘোষণা ভারতের

IMG-20250524-WA0193

নয়াদিল্লি: রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার পর নতুন অধিনায়ক পেল ভারতীয় দল। ইংল্যান্ড সফরের জন্য শনিবার সেই অধিনায়কের নাম ঘোষণা করল বিসিসিআই। ভারতের নতুন টেস্ট অধিনায়ক হলেন শুভমন গিল। ইংল্যান্ড সফরের জন্য ১৮ জনের দলও ঘোষণা করল বোর্ড। রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নেওয়ার পর প্রথম বার কোনও টেস্ট সিরিজ খেলছে ভারত। ওপেনার হিসাবে দলে রয়েছেন যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুল। সেই সঙ্গে অভিমন্যু ঈশ্বরণ এবং সাই সুদর্শনকে দলে নেওয়া হয়েছে। ফলে রাহুলকে প্রয়োজনে মিডল অর্ডারে খেলানো হতে পারে। তিন নম্বরে খেলার জন্য শুভমন গিল রয়েছেন। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলে দলে জায়গা করে নিয়েছেন করুণ নায়ার। উইকেটরক্ষক হিসাবে দলে রয়েছেন ঋষভ পন্থ। তিনি দলের সহ-অধিনায়কও। দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে দলে রয়েছেন ধ্রুব জুরেল। মিডল অর্ডার সামলানোর জন্য রয়েছেন ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাডেজার মতো ক্রিকেটার। পেস আক্রমণ সামলাবেন জসপ্রীত বুমরাহ। তাঁর সঙ্গে রয়েছেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ এবং অর্শদীপ সিংহ। স্পিন বিভাগ সামলানোর জন্য রয়েছেন কুলদীপ যাদব। ভারতীয় দল দেখে বোঝাই যাচ্ছে, ভবিষ্যতের কথা ভেবে দল তৈরি করেছেন অজিত আগরকারেরা। গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি ভারত। ফলে চাপে রয়েছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর এবং আগরকারের নেতৃত্বে নির্বাচক কমিটি। আসন্ন ইংল্যান্ড সিরিজ় দিয়েই পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হচ্ছে। দু’বছর পর যার ফাইনাল ২০২৭ সালে। সে কথা মাথায় রেখে এই দু’বছর ঘুরিয়ে-ফিরিয়ে যে মোটামুটি এই দলটাকেই খেলানো হবে, তা এক রকম পরিষ্কার। সাই সুদর্শন, নীতীশ রেড্ডি, ধ্রুব জুরেল, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশদীপ, অর্শদীপ সিংহদেপ সুযোগ দেওয়া হয়েছে সেই কারণেই। শুভমনকে অধিনায়কও করা হয়েছে একই কারণে। আগরকার বলেই দিয়েছেন, ‘‘ও তরুণ। গত বছর থেকেই ওর উপর নজর রেখেছিলাম। আমরা ওর অগ্রগতি দেখেছি। এই দায়িত্বটা খুব চাপের। আমরা ওকে নিয়ে আশাবাদী।’’ অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন বুমরাহও। কেন তাঁকে অধিনায়ক করা হল না, তা নিয়ে আগরকার বলেন, ‘‘আমরা বুমরাহকে প্লেয়ার হিসাবে বেশি চাই। ১৫-১৬ জনকে সামলানো মানেই বাড়তি দায়িত্ব। প্রচুর চাপ নিতে হয়। আমরা বরং বুমরাহকে শুধু বোলার হিসেবেই খেলাই।’

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement