শিলিগুড়ি পুরসভার আলোর দিশারীর কাজ শুরু

p11

শিলিগুড়ি: শিলিগুড়ি পুরসভার আলো দিশারির কাজ শুরু হলো। শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব নিজে আলো দিশারির কাজ প্রত্যক্ষ করলেন। মেয়র জানালেন দুস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষিত করে তোলা কর্তব্য আমাদের। আলোর দিশারী সেই পথেই আমাদের পরিচালিত করে চলেছে। সবচাইতে বড় কথা ছাত্র-ছাত্রীদের প্রচুর উপকার হচ্ছে এই আলোর দিশারী তে পড়াশোনা করে। ওরাও চায় ওদের ভবিষ্যৎ জীবন সুস্থ এবং সুন্দর হয়ে উঠুক। জীবনে প্রতিষ্ঠা পেতে কে না চায়, ওরা যেভাবে এখানে আগ্রহ দেখিয়ে এসেছে সেটাই ভালো লাগছে আমাদের। এখান থেকে শুধুমাত্র খাতা এবং বই দেওয়া হয় না। ছাত্র-ছাত্রীদের দেওয়া হয় মূল্যবান পরামর্শ। যাতে করে জীবনের পথে ওরা ভালোভাবে প্রতিষ্ঠা পায়। এই ” আলোর দিশারী ” মেধাবী ছাত্র-ছাত্রীদের মতো একটা নতুন কিছু করে দেখানোর উৎসাহ জুগিয়েছে। আর সেটাই ভবিষ্যতে আমাদের কাছে আসার আলো হয়ে থাকবে। জানালেন মেয়র গৌতম দেব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার অন্যান্য এম এম আই সি এবং কাউন্সিলারেরা। সুন্দর নৃত্য পরিবেশনর এর মাধ্যমে দিয়ে আলোর দিশারীর অনুষ্ঠান সমাপ্তি ঘটলো।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement