মেরামতির কারণে বন্ধ মহাবিস্থান রেলগেট

maxresdefault

শিলিগুড়ি: মেরামতের কারণে আজ রাত আটটা থেকে ৪৮ ঘন্টার জন্য বন্ধ থাকবে মহাবিস্থান রেলগেট। কয়েকদিন আগে ওই এলাকার স্থানীয় বাসিন্দ এবং ব্যবসায়ীরা বিধায়ক শংকর ঘোষের কাছে মহাবিস্থান রেলগেট এর ব্যাপারে অভিযোগ করেছিলেন। এবং বিধায়ক নিজে আশ্বাস দিয়েছিলেন তিনি এই ব্যাপারটি দেখবেন। অবশেষে আজকে রেলের তরফ থেকে ঘোষণা করা হয় আজকে রাত্রি আটটা থেকে ৪৮ ঘন্টার জন্য বন্ধ রাখা হবে মহাবিস্থান রেলগেট। জানা গেছে সোমবার থেকে পুনরায় নিয়মিত হয়ে যাবে ওই এলাকার যাতায়াত। এদিন ব্যবসায়ীরা জানালেন রেলের দেওয়া এই রায় প্রচন্ড খুশি তারা। কারণ দিনের পর দিন একই সমস্যার মধ্য দিয়ে তারা যাচ্ছিলেন। লোকসংখ্যা বেড়েই চলেছিল , অথচ কাজের কাজ কিছুই হচ্ছিল না। বিধায়ক শঙ্কর ঘোষ এসে এই সমস্যা সমাধান করে দিলে ভালো হতো বলে জানিয়েছিলেন তারা। তারা জানিয়েছেন এর ফলে কিছুটা হলেও হয়তো তাদের সমস্যা অনেকটা কমে যাবে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement