আইপিএল শুরু হওয়া নিয়ে আশাবাদী সৌরভ

IMG-20250510-WA0166

দেশের নিরাপত্তার স্বার্থে আপাতত স্থগিত আইপিএল। বিসিসিআই থেকে জানানো হয়েছে, এক সপ্তাহের জন্য স্থগিত থাকছে আইপিএল। কিন্তু তারপরও কি টুর্নামেন্ট শুরু করা যাবে? প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করছেন, অবশ্যই শুরু করা যাবে। কারণ পাকিস্তান ভারতের চাপ বেশিদিন সামলাতে পারবে না। প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ বলেন, “এই মুহূর্তে যুদ্ধের মতো পরিস্থিতি চলছে। ফলে এই সিদ্ধান্ত নিতেই হত। আমার দৃঢ় বিশ্বাস, আইপিএল আবার শুরু হবে। বিসিসিআই অবশ্যই আইপিএল শেষ করবে। আর এই পরিস্থিতি বেশিদিন চলবে না। কারণ পাকিস্তান এই চাপ বেশিদিন সামলাতে পারবে না। বিসিসিআই যথেষ্ট দক্ষ সংগঠন এবং তারা নিশ্চয়ই একটা সমাধান বের করবে।” উল্লেখ্য, এর আগে কোভিডের সময় দক্ষতার সময় আইপিএল আয়োজন করেছিল বোর্ড। তখন দায়িত্বে ছিলেন সৌরভই। তিনি বলেন, “২০২০-২০২১-এও অনেক সমস্যা ছিল। তবুও আইপিএল সম্পূর্ণ হয়েছিল। আপাতত সাতদিন বন্ধ থাকছে। দরকারে সাতদিন আইপিএল বাড়ানো হবে।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement