কলকাতা: ২০২৪-২৫ আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফলে বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসা ১১% বেড়ে হল ২. ৮৮ লক্ষ কোটি টাকায়। ব্যাঙ্কের মোট আমানতের মধ্যে রিটেল ব্যবসার পরিমাণ প্রায় ৬৯%। গত ত্রৈমাসিকে ব্যাঙ্কের বিস্তীর্ণ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, উন্নত পরিচালন দক্ষতা এবং অনুকূল ব্যবসায়িক পরিবেশের ফলে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে বলে সাংবাদিক বৈঠকে উল্লেখ করা হয়েছে। ২০২৪-২৫ আর্থিক বছরে ব্যাঙ্কের নিট লাভ দাঁড়িয়েছে ২,৭৪৫ কোটি টাকা।
ব্যাঙ্কের এমডি ও সিইও পার্থ প্রতিম সেনগুপ্ত বলেন, “বন্ধন ব্যাঙ্কের পারফরম্যান্স শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে—যার মধ্যে রয়েছে সঠিক গভর্নেন্স, সঠিক রিস্ক ম্যানেজমেন্ট এবং স্টেকহোল্ডারদের আস্থা। বন্ধন ব্যাঙ্ক ২.০-র পথে এগোতে, আমাদের মূল লক্ষ্য হল গ্রাহক-কেন্দ্রিক ও ডিজিটাল- সমাধান প্রদান করা, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সম্প্রসারণ, অ্যাসেট ডাইভার্সিফিকেশন এবং গ্রাহক অভিজ্ঞতাকে আরও উন্নত করে তোলা। এর মাধ্যমে আমরা দীর্ঘমেয়াদে মূল্য সৃজন ও ভবিষ্যতের উন্নয়নের শক্ত ভিত গড়ে তুলতে পারব।”
দেশে ৬৩০০টির বেশি ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩.১৫ কোটি গ্রাহককে পরিষেবা প্রদান করে বন্ধন ব্যাঙ্ক। বর্তমানে ব্যাঙ্কে কর্মরত রয়েছেন ৭৫ হাজারের বেশি কর্মচারী।
২০২৪-২৫ আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে ব্যাঙ্কের আমানত গত বছরের এই ত্রৈমাসিকের তুলনায় ১২% বৃদ্ধি পেয়ে বর্তমানে ১.৫১ লক্ষ কোটি টাকাতে দাঁড়িয়েছে। একই সময়ে মোট অ্যাডভান্স ১.৩৭ লক্ষ কোটি টাকা। বর্তমানে কাসা (কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট) অনুপাত দাঁড়িয়েছে ৩১.৪%। রিটেল ব্যবসা বাড়ানোর উদ্দেশ্য নিয়ে অ্যাসেট ডাইভার্সিফিকেশন ওপর বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে বলে জানানো হয়।