বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই ৪০ তম জন্মদিনের অনুষ্ঠানে, কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তরের ডেপুটি কমিশনার শ্রী নুরুল আবসার মহাশয়, এই স্কুলের প্রিন্সিপাল ফউজিয়া জুবের রিজভী, স্কুল পরিচালন বোর্ডের তরফে ছিলেন মইনুদ্দিন বিন মাকসুদ, রাবিয়া জাহাঙ্গীর শ্রী অচিন্ত্য ঘোষ এই মন্তেসর স্কুলের অ্যাডমিনিস্ট্রেটার আসিফ আহমেদ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। ৪০তম জন্মদিনের দিন নিজেদের মধ্যে এক বড় অঙ্গীকারবদ্ধ হলেন স্কুল কর্তৃপক্ষ। রুবি জুবিলী তে বড় চমক হার্ভাড হাউস স্কুলের। ১৯৮৫ সালে এই দরগা রোডে জন্ম হয় এই মন্টেসারী স্কুলের। দেখতে দেখতে চল্লিশ বছর অতিক্রম করল স্কুলটি, এখানে প্রায় আড়াইশো বাচ্চা জীবনের প্রাথমিক শিক্ষা নেয়।এরকম একটি অনুষ্ঠানে হাজির থাকতে পেরে সংস্থার ডিরেক্টর মইনুদ্দিন বিন মাকসুদকে ধন্যবাদ জ্ঞাপন করেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার গোয়েন্দা দপ্তরের শ্রী নুরুল আবসার মহাশয়।স্কুলটির প্রিন্সিপাল ফৌজিয়া জুবের রিজভী ম্যাডাম সংবাদমাধ্যমকে জানান এখানে এক বছর দশ মাস থেকে প্রায় চার বছর পর্যন্ত বাচ্চারা পঠন-পাঠন করে। কালার, ল্যাঙ্গুয়েজ আলফাবেটস নয়, এখানে কলকাতার অন্য বড় বড় স্কুলগুলিতে ভর্তির জন্য যে ধরনের পঠন পাঠন প্রশিক্ষন দেওয়া দরকার সেই ধরনের ট্রেনিং পাঠন এখনো হয় এই হারবার্ট হাউস মন্টেসারি স্কুলে।অন্যতম ডিরেক্টর রাবিয়া জাহাঙ্গীর সংবাদ মাধ্যমকে জানান আগামী দু বছরের মধ্যে তারা কলকাতা সহ জেলায় আরো তিনটি এই ধরনের প্লে স্কুল খুলবেন, যেখানে শুধু এই সমস্ত ক্ষুদেদের শুধু পুঁথিগত শিক্ষা নয় সামাজিক- মানবিক এবং মূল্যবোধের শিক্ষাও তারা দেবেন, এটাই প্রতিজ্ঞা নিলেন এই 40 তম জন্মদিনের দিন।