জঙ্গল ছাড়াও গ্রামে বাঘ দর্শন নিত্যদিনের ঘটনা কুলতলীতে

IMG-20250424-WA0218

কুলতলী: দক্ষিণ ২৪ পরগনা: সাধারণত শীতের মরশুমে খাবারের সন্ধানেই জঙ্গল থেকে বেরিয়ে বাঘ লোকালয়ে ঢুকে আসে বাঘ। নদী-খালে এই সময় জল কম থাকায় অনায়াসে সাঁতার কেটে গ্রামে ঢোকে তারা। তবে এখন শীত তো নেই -গ্রীষ্মকালে লোকালয়ে ঢুকে পরেছে ২৭ বার বাঘ। কয়েকদিন আগে‌ প্রায় ২৪ ঘণ্টা কুলতলির গ্রামে আতঙ্ক ছড়িয়ে জঙ্গলে ফিরে গেল বাঘ। স্বস্তির নিঃশ্বাস ফেললেন গ্রামবাসীরা। যদিও বন দফতর এবং পুলিশের তরফে সতর্ক করা হয়েছে বাসিন্দাদের।বস্তুত, গত কয়েক মাসের মধ্যে বেশ কয়েকবার কুলতলির লোকালয়ে বাঘ ঢুকেছে। ধরাও পড়েছে কোনও কোনও বার। কোনও বার নিজে থেকেই এলাকা ছেড়ে চলে গিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। তবে বারে বারে কুলতলিতে ফিরে ফিরে আসছে বাঘের আতঙ্ক। বার বার লোকালয়ে ঢুকে পড়ছে রয়‌্যাল বেঙ্গল টাইগার। যদিও এ প্রসঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বন আধিকারিক নিশা গোস্বামী তিনি জানান সাধারণত এই সময় বাঘ লোকালয় আসে না যদিও কোন কারনে চলে এসেছে তবে মূলত যেটা সমস্যা কুলতলির এই গ্রাম জঙ্গল ঘেষা এবং এই গ্রাম থেকে কিছুটা দূরে নদীর মাঝে একটি চড়া ও পড়ে গেছে। আর সেই চড়া পড়ার কারণেই হয়তো বাঘ সহজেই গ্ৰামে ঢুকে পড়ছে। কোন কোন সময় শীত পড়তে বাঘ ঢুকে পড়ে আবার কোন কোন সময় গরমের শুরুতে বাঘ ঢুকে পরেছে। তবে তা সঠিক কারণ এখনো সেভাবে জানা যায়নি। তবে রয়েল বেঙ্গল টাইগার সুন্দরবনের সেরা আকর্ষণ হলেও এই প্রাণীটিকে দেখার সৌভাগ্য সবসময় হয় না। বলা ভালো, দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘা আর সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার, এই দুটি দেখার জন্যই ভাগ্য দরকার হয়।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement