মুম্বই: কাশ্মীরের পহলগাওঁয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার জেরে শোকস্তব্ধ গোটা দেশ। বাতিল হয়েছে একের পর এক ছবির প্রচার, টিজার-ট্রেলারের লঞ্চ এবং গুরুত্বপূর্ণ সব অ্যাওয়ার্ড শো। এই সিদ্ধান্তকে জোর গলায় সমর্থন জানালেন অভিনেতা আর মাধবন।ইনস্টাগ্রাম স্টোরিতে হাত জোড় করে নমস্কারের ইমোজি-সহ শেয়ার করলেন মুম্বইয়ের এক আলোকচিত্রীর পোস্ট, যেখানে লেখা ছিল— “বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ছবির টিজার, ট্রেলার ও লঞ্চ ইভেন্ট বাতিল করা হয়েছে। এক বড় অ্যাওয়ার্ড সহ একাধিক অনুষ্ঠানও স্থগিত হয়েছে। অন্যান্য শিল্পক্ষেত্রের মতো, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিও এই শোক, কষ্ট ও সহানুভূতির সময় একসঙ্গে আছে।”তবে এখানেই থামেননি মাধবন। এক চূড়ান্ত আবেগঘন বার্তায় তিনি লিখেছেন,“স্তম্ভিত, হতবাক, মর্মাহত—পহলগাওঁ হামলার খবর হৃদয়বিদারক। ক্ষোভ, ক্রোধ, প্রতিশোধের তীব্র আগুনে জ্বলছি! প্রতিহিংসা হোক নির্মম, উদাহরণ তৈরি করুক—এই কাপুরুষদের নিশ্চিহ্ন করতে হবে।”মঙ্গলবার পহলগাওঁয়ের বৈসরন উপত্যকায় চালানো জঙ্গি হামলাকে ২০১৯-র পুলওয়ামা হামলার পর কাশ্মীর উপত্যকার অন্যতম ভয়ঙ্কর সন্ত্রাসবাদী ঘটনা বলা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে এই ঘটনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরাও। সরকারি সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের জবাবে মোদি সরকার স্থগিত করেছে সিন্ধু জলচুক্তি এবং বন্ধ করে দেওয়া হয়েছে আটারি সীমান্ত।