পহেলগাঁও হামলার পর বড়সড় ঘোষণা রাজীব শুক্লার

IMG-20250424-WA0231

মুম্বাই: পহেলগাঁওয়ে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার পর বড়সড় ঘোষণা করলেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা। তিনি জানিয়েছেন, ভারত আর পাকিস্তানের মধ্যে কোনও দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হবে না। উল্লেখ্য, পহেলগাঁওয়ের হামলায় ২০ জনেরও বেশি নিহত হয়েছেন। জানা গিয়েছে, বেশিরভাগই ছিলেন সাধারণ পর্যটক। আহতও হয়েছেন অনেকে। হামলাকারীরা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-এর সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।এই বর্বরোচিত ঘটনার পর বর্তমান ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা সকলেই তীব্র নিন্দা করেন। প্রাক্তন ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট করে বলেন, পাকিস্তানের সঙ্গে আর কোনও ক্রিকেট সম্পর্ক রাখা উচিত নয়। এরপরেই এক সাক্ষাৎকারে বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা বলেন, ‘আমরা নিহতদের পরিবারের পাশে আছি এবং এই ঘটনার নিন্দা জানাচ্ছি। আমাদের সরকার যা সিদ্ধান্ত নেবে, আমরা সেটাই অনুসরণ করব। সরকারের নির্দেশ অনুযায়ী আমরা পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলি না এবং আগামীতেও খেলব না’।তিনি আরও বলেন, ‘আইসিসি গোটা পরিস্থিতি নিয়ে অবগত। ভবিষ্যতে আইসিসি টুর্নামেন্টগুলিতে কী সিদ্ধান্ত নেওয়া সেটা আইসিসি বিবেচনা করে দেখবে। দ্বিপাক্ষিক সিরিজে আমরা অংশ নিই না, তবে আইসিসি টুর্নামেন্টে খেলতে হয় আইসিসির চুক্তির কারণে। তবে পরিস্থিতি বিবেচনা করে আইসিসি এই বিষয়ে পদক্ষেপ নেবে বলে আমরা আশাবাদী’। পহেলগাঁওয়ের ঘটনার পর দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পাকিস্তানের সঙ্গে যে কোনও রকম সম্পর্ক স্থগিত রাখার দাবিতে আওয়াজ তুলেছেন আপামর দেশবাসী।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement