ইস্টবেঙ্গলের একটি তথ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে ওই দলের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ‘শতবর্ষের ইস্টবেঙ্গল’ শীর্ষক তথ্যচিত্রের উদ্বোধন করেন তিনি।
মঞ্চ থেকে এদিন তিনি বলেন, “বাংলার সব ক্লাব এখন আইএসএল খেলছে। মোহনবাগান তো দারুণ টিম বানিয়েছে। কিন্তু ইস্টবেঙ্গল কেন যে ভাল করে টিমটা করছে না। ভাল খেলতে গেলে তো ভাল টিম দরকার। আমি গাড়িতে আসতে আসতে এই কথাটা কর্তাদের জিজ্ঞেসও করলাম।”
মমতা বলেন, ‘কঠিন সিদ্ধান্ত নিন। নতুন মরশুম পজ়িটিভিটি দিয়ে শুরু করুন। ভালো প্লেয়ার দলে নিন। ভালো টাকা খরচ মানে মানে ভালো প্লেয়ার নয়।’
বিনিয়োগকারীদের উদ্দেশে মমতা বলেন, “আমার একটা ক্ষোভ আছে। ক্ষোভ বলব না ঠিক। শুধু টাকা ঢাললেই তো আর ভাল দল হয় না, খুঁজে বার করুন। বাংলার গ্রামে গ্রামে গেলেই ফুটবল খেলোয়াড়দের পাওয়া যায়। আমি যদি খেলতে পারি, বাকিরা পারে না?”
পুরো মরশুমে দল ভালো খেলতে পারে না। মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গ টেনে বলেন, ‘প্লেয়ার নিয়ে আগে থেকে পরিকল্পনা করুন। বিয়ের দিন ডেকরেটরকে দায়িত্ব দিলে তিনি কি ভালো কাজ করতে পারবেন? আগে থেকে বলতে হয়। এখানেও সেটাই করতে হবে। আগে থেকে ভাবতে হবে কোন প্লেয়ারকে সই করাবেন।’
নিজের বক্তব্যের শেষে ইস্টবেঙ্গলের মহিলা দলকে ইন্ডিয়ান উইমেনস লিগ” জয়ের জন্য ক্লাবকে ৫০ লাখ টাকা দেন মুখ্যমন্ত্রী।