মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী চাকরিহারাদের কর্মস্থলে ফেরার আর্জি জানালেন। মুখ্যমন্ত্রীর কথায়, ‘যাঁরা চাকরি খেয়েছে, তাঁদের উপর ভরসা করবেন না, যাঁরা চাকরি দিয়েছে, যাঁরা আগামীতে চাকরি দেবে, তাঁদের উপর ভরসা করুন। আমরা আইনের পথেই উপায় বার করব। আমি তো চাইব না আমার রাজ্যে বেকার বাড়ুক।’
একইসঙ্গে আন্দোলনকারী চাকরিহারাদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “কে যোগ্য, আর কে অযোগ্য, সেই তালিকা দিয়ে আপনাদের হবেটা কী?”
আন্দোলনকারীদের উদ্দেশে মমতার প্রশ্ন, “আপনার কী যায় আসে, এই তালিকায়! কারোর কথায় কেন পা দিচ্ছেন? কে যোগ্য, কে অযোগ্য, তা দেখার তো আপনার প্রয়োজন নেই। এটা দেখার জন্য রাজ্য সরকার রয়েছে। আদালত রয়েছে। এভিডেন্স নেব। তালিকার প্রয়োজন নেই। চাকরিটা আছে নাকি, বেতন পাচ্ছেন নাকি, সেটা দেখার দরকার আপনার। বাকিটা আমাদের ওপর ছেড়ে দিন।”
তিনি বলেন, ‘রাজনীতি করতে গেলে দানবিক নয়, মানবিক মুখের বেশি প্রয়োজন। এরা কারা, যারা চাকরি খেয়ে নেয়! একবারও এদের পরিবারের কথা মনে পড়ে না! মাইনে কিন্তু সরকার দেবে। যারা আপনাদের উস্কাচ্ছে, তারা দেবে না। আমি কাল থেকে কম করে দশবার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম।’