ইংল্যান্ড: নয়া দায়িত্বে কেভিন পিটারসেন। দিল্লি ক্যাপিটালসের মেন্টর এখন তিনি। নতুন ক্রিকেটারদের সঙ্গে দারুণভাবে মিশে গেছেন। হাত ধরে শিখিয়ে দিচ্ছেন। নতুন দায়িত্ব উপভোগও করছেন। এরই মাঝে ইংল্যান্ড জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছাপ্রকাশও করেছেন পিটারসেন।যে কোনওভাবে সুযোগ এলেই ইংল্যান্ড ক্রিকেটের সেবা করতে চান তিনি। সুযোগ এলে তিনি যে তা গ্রহণ করবেন তা জানিয়ে দিয়েছেন। একসময়ের ডাকাবুকো ক্রিকেটার মেন্টর হিসেবে যুক্ত হলেও স্বপ্ন হেড কোচ হওয়ার। পিটারসেনের কথায়, ‘কোচের দায়িত্বের জন্য সবসময় প্রস্তুত। ব্যাট করতে এখনও ভালবাসি। কিন্তু কোচিংটা এখন ভীষণ পছন্দ। জয়ের খিদেটা এখনও রয়ে গেছে। ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে চাই।’ নতুন দায়িত্ব নিয়ে পিটারসেন বলেছেন, ‘খুব ভাল লাগছে। ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে দারুণ লাগছে। ড্রেসিংরুমে ক্রিকেটারদের সঙ্গে সময় কাটানোটাও দারুণ। ’আচমকা আইপিএল থেকে নাম তুলে নেন হ্যারি ব্রুক। যার ফলে ইংলিশ ব্যাটারকে দুই বছরের জন্য নির্বাসিত করা হয়েছে আইপিএল থেকে। এই বিষয়ে পিটারসেন বলেছেন, ‘এই সিদ্ধান্তে আমরা বেশ হতাশ। তবে এটা তাঁর সিদ্ধান্ত। ওঁর এখন অনেক বড় দায়িত্ব।’ প্রসঙ্গত, ব্রুককে সাদা বলের নতুন অধিনায়ক ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।