নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ডেনমার্কের প্রধানমন্ত্রী মতী মেট্টে ফ্রেডেরিক্সেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। উভয় নেতা দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। ২০২০ সালে পরিবেশ বান্ধব কৌশলগত অংশীদারীত্বের সূচনার পর দুটি দেশের মধ্যে বহুবার উচ্চপর্যায়ের আলোচনা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে এই অংশীদারীত্ব প্রসারিত হয়েছে বলে দুই নেতা সহমত পোষণ করেন। এর ফলে ভারতে বিভিন্ন পরিবেশ-বান্ধব উদ্যোগে ডেনমার্কের জন্য বিনিয়োগ করার অনুকুল পরিবেশ তৈরি হয়েছে। আলোচনায় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয় স্থান পেয়েছে। এ বছরের আরো পরের দিকে তৃতীয় ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনের ফাঁকে মতী ফ্রেডেরিক্সেনের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন বলেও আশাপ্রকাশ করেছেন মোদী।