যোগ্য চাকরিহারা শিক্ষকদের মুখ্যমন্ত্রী নিজের বেতন থেকে টাকা দিন: শুভেন্দু

IMG-20250403-WA0254

শীর্ষ আদালতের রায়ে ২৬ হাজার চাকরি বাতিলের দায় রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনের উপর চাপালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই রায়ের পর চাকরিহারাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে চাকরিহারাদের পাশে থাকতে নিজের রিলিফ ফান্ড থেকে বেতন দেওয়ার পরামর্শ দিয়ে খোঁচা দিলেন শুভেন্দু অধিকারী। একইসঙ্গে এই সরকারকে উৎখাত করার কথাও বললেন তিনি।
এক সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, ‘‌এখন উনি অনেকেরই দোষ দিচ্ছেন। কিন্তু সেই কবে ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া পরেশ অধিকারীর মেয়েকে চাকরি পাইয়ে দিয়েই প্যানেল ভাঙা শুরু হয়েছিল।’‌
সেইসঙ্গে তিনি মনে করিয়ে দিলেন, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই প্রথম প্রাথমিকে চাকরিতে বেআইনি নিয়োগের বিষয়টি চিহ্নিত করেছিলেন, কড়া পদক্ষেপ নেন।
তাঁর বক্তব্য, ‘‌সদ্য চাকরিহারাদের পাশে থেকে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের টাকা থেকে যেন বেতনের ব্যবস্থা করেন। যখন চিটফান্ডের জেরে কিছু চ্যানেল বন্ধ হয়ে গিয়েছিল তখন সাংবাদিকদের নিজের রিলিফ ফান্ডের টাকা থেকে বেতন দিয়েছিলেন। আপনি জানতেন চিটফান্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত তাই দিয়েছিলেন। এবার প্রায় ১৯ হাজার যোগ্য চাকরিহারাদেরও সেই ভাবে বেতন দিন। যাতে তাঁরা অর্থকষ্টে না ভোগেন।’‌
একইসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, ”রাজ্য সরকার অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছিল। অযোগ্যদের জন্য যোগ্যদের বলি দেওয়া হয়েছে।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement