প্রথম জয়ের স্বাদ পেল মুম্বই ইন্ডিয়ান্স। সোমবার আইপিএল-এ যেন অশ্বিনী ঝড় উঠেছিল। সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটে হারাল হার্দিক পান্ডিয়ার দল। ১১৬ রানে শেষ হয় কলকাতার ইনিংস। মুম্বই জয়ের রান তুলে নেয় ৪৩ বল বাকি থাকতেই।
ওয়াংখেড়েতে কলকাতা নাইট রাইডার্সের পরিসংখ্য়ান রীতিমতো হতাশার। তবে গত মরসুমে দুই লেগেই মুম্বইকে হারানোয় একটা আত্মবিশ্বাস ছিল। কিন্তু টস জিতে হার্দিক পান্ডিয়া রান তাড়া করার সিদ্ধান্ত নেন। ফলে আত্মবিশ্বাসটা ধীরে ধীরে কমতে থাকে। মুম্বইয়ের জোড়া ক্যাচ ও একটি রান আউট মিসে একশো পেরোয় কেকেআর। ব্যাটিংয়েই ইমপ্যাক্ট পরিবর্ত নামাতে হয়। তাতেও ভাঙন আটকানো যায়নি। মাত্র ১১৬ রানেই অলআউট। সহজ কথায় মুম্বইয়ে নাইট-মেয়ার।এদিন অশ্বিনী কুমারকে যোগ্য সঙ্গত করেন ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, ভিগ্নেশ পুত্থুর এবং মিচেল স্যান্টনার। তাঁদের দাপটেই কলকাতার ব্যাটিং লাইনআপ হুড়মূড় করে ভেঙে পড়ে।
ওয়াংখেড়ের মাঠে ১১৭ রান তাড়া করা খুব কঠিন নয়। আর দলে যদি রোহিত শর্মা (১৩), রায়ান রিকেলটন (৬২ রানে অপরাজিত), উইল জ্যাকস (১৬), সূর্যকুমার যাদবের (২৭ রানে অপরাজিত) মতো ক্রিকেটারেরা থাকেন, তা হলে তো আরও সহজ। যদিও কেকেআর স্পিনার বরুণ চক্রবর্তী কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করলেন, তবে রিকেলটন একের পর এক আক্রমণাত্মক শটে সহজেই ম্যাচ মুম্বইয়ের দিকে নিয়ে যান।