লখনউকে হারিয়ে জয়ের সরনিতে হায়দ্রাবাদ

IMG-20250328-WA0002(1)

গত মরসুমে হায়দরাবাদে দুরমুশ হয়েছিল লখনউ সুপার জায়ান্টস। এ বার বদলার জয়। তাও আবার দাপট দেখিয়ে। উপ্পলে সানরাইজার্স হায়দরাবাদকে ২৩ বল বাকি থাকতে ৫ উইকেটে হারানোর সুবাদে আইপিএল ২০২৫-এর পয়েন্ট তালিকায় বড়সড় লাফ দিল লখনউ সুপার জায়ান্টস। হায়দরাবাদকে হারিয়ে ‘প্রতিশোধ’ নিল গোয়েন্‌কার দল। সেই জয়ে অবদান রাখলেন শার্দূল ঠাকুর এবং নিকোলাস পুরান। যোগ্য সঙ্গত বাকি বোলারদেরও। সঙ্গে দুর্দান্ত গ্রাউন্ড ফিল্ডিং। সানরাইজার্স বিধ্বংসী হলেও নিয়মিত ব্যবধানে উইকেট নিয়েছে লখনউ। আগে ব্যাট করে হায়দরাবাদের তোলা ১৯০/৯ স্কোর লখনউ তুলে দিল ২৩ বল বাকি থাকতে। ফলে পাঁচ উইকেটে জিতল। বৃহস্পতিবার টসে জিতে লখনউ অধিনায়ক ঋষভ পন্থ আগে বল করার সিদ্ধান্ত নেয়। রান তাড়ায় শুরুতেই লখনউ শিবিরে জোরালো ধাক্কা দেন মহম্মদ সামি। কিন্তু মিচেল মার্শ ও নিকোলাস পুরানের সেঞ্চুরি প্লাস জুটি আবারও সহজ জয়ের পরিস্থিতি তৈরি করে।

বৃহস্পতিবার নিজেদের ডেরায় লখনউয়ের কাছে বিধ্বস্ত হয়ে আইপিএল ২০২৫-এর পয়েন্ট তালিকায় ছয় নম্বরে নেমে যায় হায়দরাবাদ। তবে এ দিনও লখনউকে চিন্তায় রাখল পন্থের ব্যাটিং। তাঁর ১৫ বলে ১৫ রানের ইনিংস রানের গতি কমিয়ে দিল।
লক্ষ্য বেশি না হওয়ায় লখনউকে ভাবতে হয়নি। আব্দুল সামাদ (৮ বলে ২২) এবং ডেভিড মিলার (৭ বলে ১৩) বাকি কাজ করে দেন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement