বিশাখাপত্তনমে লখনউকে হারিয়ে দিল্লির রুদ্ধশ্বাস জয়

IMG-20250325-WA0001

প্রায় জেতা ম্যাচ আক্ষরিক অর্থেই ঋষভ পন্থের ‘হাত ফসকে’ চলে গেল দিল্লি শিবিরে। যেখানে সকলেই আশা ছেড়ে দিয়েছিলেন, সেখান থেকে দিল্লির জয়। আশুতোষ শর্মার কাছেই হার মানতে হল লখনউ সুপার জায়ান্টসকে। আশুতোষ শর্মার চওড়া ব্যাটে জয় দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করল দিল্লি ক্যাপিটালস। পঞ্জাব কিংসের আবিষ্কার বলা যায় আশুতোষ শর্মাকে। গত মরসুমে দুর্দান্ত পারফর্ম করেছিলেন আশুতোষ শর্মা ও শশাঙ্ক সিং। সোমবার বিশাখাপত্তনমে দিল্লির বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে লখনউয়ের পুরান ছাড়াও দুরন্ত ব্যাটিং করেন মিচেল মার্শও। শুরু থেকেই মার্শ এদিন আগ্রাসী মেজাজে ব্যাট করলেন। দিল্লির বোলাররা প্রথমে মার খেলেও, পরে নিজেদের সামলে নেন। কুলদীপ যাদব এবং মিচেল স্টার্ক মিলে পালটা আঘাত হানে লখনউয়ের উপর। সব মিলিয়ে ৩ উইকেট মিচেল স্টার্কের। গত মরসুমে কেকেআরের হয়ে খেলেছিলেন। প্রথম ম্যাচে ব্যাটার হিসেবে নতুন শুরুটা চূড়ান্ত হতাশার হল ঋষভ পন্থের। আইপিএল অভিযান শুরু করল লখনউ সুপার জায়ান্টস। উল্টোদিকে নিকোলাস পুরান বিধ্বংসী ব্যাটিং করলেন। ২১০ রানের বিশাল টার্গেট দিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। তার উপর ২ ওভারেই ৩ উইকেট হারায় দিল্লি। পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে। ৭ ওভারের মধ্যে ৬৫ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল দিল্লি ক্যাপিটালস। তবে ম্যাচে দিল্লি ২১০ রানের লক্ষ্য নিয়ে তিন বল বাকি থাকতে পূরণ করে ফেলে । তারকা ফিনিশার আশুতোষ শর্মা ৩১ বলে ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে ৬৫/৫-এর বিপর্যয় থেকে উদ্ধার করেন এবং এক উইকেটে জয় এনে দেন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement