চেন্নাই দুর্গে রুদ্ধশ্বাস ম্যাচে হার মুম্বাইয়ের

IMG-20250324-WA0009

আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে জিততে পারল না মুম্বই ইন্ডিয়ান্স। নির্বাসনের কারণে ছিলেন না হার্দিক। এই ম্যাচে মুম্বইকে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব। ৫ বল বাকি থাকতেই ৪ উইকেটে ম্যাচ নিজেদের পকেটে পুরে নিল চেন্নাই সুপার কিংস। চিপকে দিনের শেষে ধোনিদের জয়ধ্বনি। রোহিত খাতাই খুলতে পারলেন না। শূন্যের নিরিখে খাতায় সবার উপরে হিটম্যানেরই নাম। চিপকে টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংস ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়। ম্যাচ শুরুর পর চিত্রটা বদলাতে শুরু করল। ম্যাচ যত এগিয়েছে, রোমাঞ্চও বেড়েছে। প্রথম ওভারেই রোহিত শর্মার উইকেট! স্পেলের দ্বিতীয় ওভারে এসে রায়ান রিকলটনকেও ফেরায় খলিল আহমেদ। রবিচন্দ্রন অশ্বিন হলুদ জার্সিতে ফেরার ম্যাচে প্রথম ওভারেই উইল জ্যাকসের উইকেট নেন। তবে ম্যাচটা হয়ে ওঠে দুই বাঁ হাতি রিস্ট স্পিনারের লড়াই। হেভিওয়েট দুই দলের সম্মানের লড়াইয়ে শেষ হাসি হেসেছে ধোনিরা। চেন্নাইয়ের স্পিনারদের কেরামতিতে মুম্বই ১৫৫ রানে শেষ হয় মুম্বইয়ের ইনিংস। সূর্যকুমার যাদব (২৯), তিলক ভার্মা (৩১) এবং শেষ দিকে দীপক চাহারের ১৫ বলে ২৮ রানের ক্যামিওতে চেন্নাইকে ১৫৬ রানের টার্গেট দেয় মুম্বই ইন্ডিয়ান্স। রান তাড়ায় চেন্নাইও শুরুতেই উইকেট হারায়। তবে ওপেনার রাচিন রবীন্দ্রর সঙ্গে দুর্দান্ত জুটি গড়েন ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়। ২৬ বলে ৫৩ রানে ফেরেন সিএসকে ক্যাপ্টেন। মুম্বইয়ের হয়ে কোনও ব্যাটারই তেমন দাপট দেখাতে পারেননি ম্যাচে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement