রাস্তার উদ্বোধনে খড়্গপুরে মহিলাদের সঙ্গে দিলীপের তুমুল বচসা

IMG-20250321-WA0221

রাস্তার উদ্বোধনে গিয়ে মেজাজ হারালেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। এদিন খড়গপুরের ৬ নম্বর ওয়ার্ডে ভবানীপুর এলাকায় একটি রাস্তার উদ্বোধনে গিয়েছিলেন দিলীপ ঘোষ। তাঁকে দেখেই বিক্ষোভ দেখাতে শুরু করে দেন এলাকার মহিলারা। তাঁদের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন প্রাক্তন বিজেপি সাংসদ। এলাকার একাধিক মহিলার সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়তে দেখা গেল তাঁকে। যা নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। কিছু সময়ের মধ্যে একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। আগে জল, পড়ে রাস্তার দাবিতে বিক্ষোভ দেখাতে দেখা যায় এলাকার মহিলাদের।
দিলীপ ঘোষের দাবি, তৃণমূল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করেছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে চরম উত্তেজনা ছড়িয়েছে খড়গপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডে।
বিক্ষুব্ধ মহিলাদের প্রশ্ন, দিলীপ ঘোষ এখন আর সাংসদও নন, বিধায়কও নন, তাহলে কোন ক্ষমতা বলে তিনি রাস্তার উদ্বোধন করতে এসেছেন? ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলে বিস্তর চাপানউতোরও শুরু হয়েছে।
বিক্ষোভের মাঝেই দিলীপের কথায়, “এরা সাধারণ কোনও মানুষ নন। এরা তৃণমূলের কাছ থেকে ৫০০ টাকার বিনিময়ে ঘেউ ঘেউ করতে চলে এসেছে। এদের কাজটাই হল সবকিছুতে বিশৃঙ্খলা তৈরি করা।”
মহিলাদের রণংদেহি মেজাজের সামনে পাল্টা সুর চড়াতে দেখা যায় দিলীপ ঘোষকে। এরইমধ্যে সাংবাদ মাধ্যমের সামনেও ক্ষোভে ফেটে পড়েন মহিলারা। ক্ষোভের সঙ্গেই একজন বলেন, “উনি বাপ তুলে কথা বলছেন। উনি এতদিন কোথায় ছিলেন?”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement