চলতি সপ্তাহে সাতদিনের বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যসচিব মনোজ পন্থও। আটদিন রাজ্যের প্রশাসনিক কাজকর্ম দেখভালের বিষয়ে বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে সফর সম্পর্কে বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী। মন্ত্রীদের জন্য পৃথক পৃথক টাস্ক ফোর্স গঠন করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের নেতৃত্বে পুলিশকর্তাদের নজরদারিতে কয়েকদিন প্রশাসনিক কাজের ভার নিতে হবে আমলাদেরও। এমনই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সাংবাদিক বৈঠকে তিনি জানিয়ে দেন, রাজ্যের প্রশাসনিক বিষয়গুলো দেখার জন্য বিশেষ টাস্ক ফোর্স গঠন করেচ্ছেন। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসু, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম – এই পাঁচজন মন্ত্রী সহ আধিকারিকদের মধ্যে রয়েছেন বিবেক কুমার, প্রভাত মিশ্র, নন্দিনী চক্রবর্তী। এছাড়াও পুলিশদের মধ্যে রয়েছেন রাজীব কুমার ও মনোজ ভর্মা।
মুখ্যমন্ত্রী এদিন জানান, “যাতায়াতে ২টো দিন পুরোপুরি লাগবে। একদিন রবিবার আছে। চারদিন মাত্র প্রোগ্রাম। চারদিনের মধ্যে আমাদের ইন্ডিয়া অ্যাম্বাসির অনুষ্ঠান রয়েছে, বিজনেস মিটিং রয়েছে, ২৪ তারিখ ইন্ডিয়া হাই কমিশনে অনুষ্ঠান রয়েছে। ২৫ তারিখ বিজিবিএসের অনুষ্ঠান, ২৬ তারিখ জিটুজি-র অনুষ্ঠান, ২৭ তারিখে অক্সফোর্ডে অনুষ্ঠান রয়েছে। ২৮ তারিখ ফেরত আসব।”
একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানালেন, ফোনে তাঁকে সবসময়ে পাওয়া যাবে। যে কোনও সময়ে যোগাযোগ করা যাবে। কোনও পরামর্শ দরকার হলে লন্ডনে বসেই জানাবেন মুখ্যমন্ত্রী। পাঁচ সদস্যের টাস্ক ফোর্সের সঙ্গে সবসময় তিনি যোগাযোগ রাখবেন, খোঁজখবর নেবেন।
তাঁর বক্তব্য, ”সামনে ইদ, বাসন্তী পুজো আছে। সেসময় আমি এখানেই থাকতে চাই। তাই ওখানের সব কাজ সেরেই ফিরে আসব।”











