বসন্ত এসে গেছে। তাই বসন্ত উৎসবে রঙের খেলায় মাতলো ছোট থেকে বড়ো সকলেই। সাগরদিঘি বসন্ত উৎসব কমিটির উদ্যোগে সাগরদিঘিতে পালিত হলো বসন্ত উৎসব। সকাল থেকেই নাচ, গান, কবিতা, আবৃতি নাটক এসব সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়েই বসন্ত উৎসবের সূচনা হয়। অবশেষে রঙের খেলায় মেতে ওঠেন সবাই সাগরদিঘি এস.এন.উচ্চ বিদ্যালয় ময়দানে। জাতি, ধৰ্ম, বর্ণ নির্বিশেষে সকলেই যোগদান করেন এই উৎসবে। অংশগ্রহণ করেন সাগরদিঘির অন্যতম নৃত্য সংগঠন অপ্সরা ডান্স গ্রুপ, এছাড়াও ছিল অন্যান্য নৃত্য সংস্থা। এছাড়াও সামিল হয়েছিলেন সাগরদিঘি এস. এন. উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তামিজুদ্দিন মল্লিক, শিক্ষক শচীন পাল, বিশিষ্ট নাট্যবিদ রবিন দত্ত, সমাজসেবী অরূপ মন্ডল, শঙ্কর ভকত, সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যা ও অপ্সরা ডান্স গ্রুপের এম.ডি অরুনিতা দাস সহ অনেকেই। সালাহ্উদ্দিন সেখ উনার নিজের লেখা কবিতা পাঠ নিয়ে বলেন “বসন্ত উৎসব কে কেন্দ্র করে আমার এই কবিতা। তার মধ্যে শুধু বসন্ত কালের চিরা চরিত উৎসব কে কেন্দ্র করে তার মধ্যে আমি আমাদের দেশ রাজ্য বা বর্তমান সমাজের মাঝে যে অবস্থা সেটাকে সমাজ বসন্ত উৎসব হিসেবে বসন্ত কালের আনন্দময় উসবের সঙ্গে তুলনা করে বর্তমান সমাজের অবস্থার কথা তুলে ধরার চেষ্টা করেছি।” বসন্ত উৎসব কমিটির পক্ষ থেকে সকলের জন্য মধ্যাহ্ন ভোজনেরও ব্যবস্থা করা হয়। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাগরদিঘীবাসী।