সুপ্রিম কোর্টে শপথ বিচারপতি জয়মাল্য বাগচীর

IMG-20250317-WA0175

সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি জয়মাল্য বাগচি। তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন। এদিন প্রধান বিচারপতির তত্ত্বাবধানেই শীর্ষ আদালতের বিচারপতি পদে শপথ নিলেন তিনি। আরজি কর-কাণ্ডের সুপ্রিম শুনানির আগেই বিচারপতি হিসাবে শপথপাঠ করলেন বিচারপতি জয়মাল্য বাগচি। প্রধান বিচারপতি খান্না ছাড়াও সুপ্রিম কোর্টের কলেজিয়ামে রয়েছেন বিচারপতি ভূষণ আর গাভাই, বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি বিক্রম নাথ। কলোজিয়াম সূত্রে খবর, ২০৩১ সালে দেশের প্রধান বিচারপতির আসনে বসতে চলেছেন জয়মাল্যা বাগচী।
সোমবার, যখন বাংলার মেয়ের বিচারের জন্য শীর্ষ আদালতের দিকে তাকিয়ে ছিল বঙ্গবাসী। সেই আরজি কর-কাণ্ডের সুপ্রিম শুনানির আগেই বিচারপতি হিসাবে শপথপাঠ করলেন বিচারপতি জয়মাল্য বাগচী। বিচারপতি বাগচীর নিয়োগের আগে পর্যন্ত কলকাতা হাইকোর্ট থেকে শুধুমাত্র বিচারপতি দীপঙ্কর দত্ত সুপ্রিম কোর্টের বেঞ্চে কাজ করছিলেন। বিচারপতি বাগচী হাইকোর্টের প্রধান বিচারপতি-সহ হাইকোর্টের বিচারপতিদের সম্মিলিত সর্বভারতীয় সিনিয়রিটির নিরিখে ১১তম স্থানে ছিলেন। শীর্ষ আদালতে বাঙালি বিচারপতিদের সংখ্যা বেড়ে দাঁড়াল ২। বিচারপতি জয়মাল্য বাগচী ছাড়াও সুপ্রিম কোর্টে বাঙালি বিচারপতি বলতে রয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। এছাড়াও, জয়মাল্য বাগচীর পর সুপ্রিম কোর্টে মোট বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩ জন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement