সুকান্তের সঙ্গে বৈঠকে দিল্লি পাড়ি শুভেন্দুর

IMG-20250317-WA0181(1)

বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের আগে দিল্লিতে শুভেন্দু-সুকান্ত বৈঠক রয়েছে সোমবার সন্ধ্যায়। সেই কারনে দিল্লির উদ্দেশে রওনা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু নিজেই দাবি করেন, সোমবার সন্ধ্যায় সুকান্তর দিল্লির বাড়িতে একটি বৈঠক রয়েছে। তাতে বিজেপি সাংসদরা থাকার কথা। ওই বৈঠকে যোগ দিতে পারেন শুভেন্দু। তবে এবারের দিল্লি সফরে অমিত শাহের সঙ্গে তাঁর দেখা হবে কিনা, সে বিষয়টি খোলসা করেননি তিনি।
বিজেপি সূত্রের বক্তব্য, বৈঠক দিল্লিতে হওয়ার মূল কারণ সংসদের অধিবেশন। সুকান্ত নিজে এবং অন‍্য সাংসদেরা যে হেতু অধিবেশনে যোগ দিতে দিল্লিতে, তাই কলকাতায় বৈঠক হলে সোমবার সন্ধ্যায় আবার সকলকে কলকাতা ফিরতে হত। তার পরে মঙ্গলবার ভোরে আবার দিল্লি ছুটতে হত। অথবা বৈঠকের জন‍্য সপ্তাহান্ত পর্যন্ত অপেক্ষা করতে হত। তার চেয়ে শুভেন্দুকে দিল্লিতে আমন্ত্রণ জানিয়ে সোমবারই বৈঠক করে নেওয়া সুবিধাজনক। তাই দিল্লিতেই বৈঠক ডাকা হয়েছে।
এই বৈঠক শেষে সুকান্ত মজুমদারের বাসভবনে নৈশভোজের আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে। যেখানে থাকবে শুধুই বাঙালি খাবার। মেনুতে থাকছে কাতলা মাছের কালিয়া, চুনো মাছের ঝাল, মাংস, ডাল, সবজি, পনির, চাটনি ও গুড়ের মিষ্টি। যাঁরা নিরামিষ খান, তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement