উত্তর ম্যাসিডনিয়ার নৈশ ক্লাবে বিধ্বংসী আগুনে পুড়ে মৃত্যু হল কমপক্ষে ৫১ জনের ৷ রবিবার ভোরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ম্যাসিডোনিয়ার কোচানি শহরে৷ আহত হয়েছেন একশো জনেরও বেশি। সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন দেশের অভ্যন্তরীণ মন্ত্রী পানাশ টশকোভস্কি।
একটি কনসার্টের জন্য ওই নৈশ ক্লাবে আতশবাজি ফাটানোর কিছু যন্ত্র ছিল। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, ওই যন্ত্র থেকেই আগুন লেগেছে। যন্ত্রে প্রথমে আগুনের ফুলকি দেখা যায় এবং কিছু ক্ষণের মধ্যেই তা গোটা ক্লাবে ছড়িয়ে পড়ে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই সময়ে মঞ্চে একটি গানের দল সঙ্গীত পরিবেশন করছিল। সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, ওই নৈশ ক্লাবে যাঁরা গিয়েছিলেন, তাঁদের মধ্যে অনেকেই তরুণ ৷ তাঁরা বাজি পোড়াচ্ছিলেন ৷ সেখান থেকেই ক্লাবের ছাদে আগুন ধরে ৷ এই ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷ সেখানে দেখা যাচ্ছে বহু মানুষ ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে ছুটোছুটি করছিলেন৷ সঙ্গীত দলের গায়ক-মিউজিশিয়ানরাও যত দ্রুত সম্ভব তাঁদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করছিলেন ৷ তবে তাতেও শেষরক্ষা হয়নি।
স্থানীয় সময় অনুসারে, রাত ৩টে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। অগ্নিকাণ্ডের পরে দমকলকর্মীরা সেখানে পৌঁছোন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তত ক্ষণে ৫১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, গুরুতর দগ্ধ অবস্থায় ২৭ জনকে শহরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্য একটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে আরও ২৩ জনের। আহতদের মধ্যে বেশ কয়েক জন নাবালকও রয়েছে।
সরকারি সূত্রে খবর, আহতদের দেশের রাজধানী স্কোপইয়া-সহ বিভিন্ন বড় শহরের বেশ কয়েকটি নামী হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অনেকেরই শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গিয়েছে