সাইবার প্রতারণা মোকাবিলায় পুলিশে নয়া বিভাগ চালুর ভাবনা

IMG-20250308-WA0383

সাইবার প্রতারকদের মোকাবিলা করতে কোমর বেঁধে নামছে কলকাতা পুলিশ। গত কয়েক বছরে কোটি কোটি টাকা খুইয়েছেন কলকাতা শহরের অধিকাংশ মানুষ। কলকাতা পুলিশের সাইবার সেল ভাল কাজ করলেও আরও গতি দরকার। তাই সাইবার জালিয়াতি ঠেকাতে আগামী মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব রাখতে চলেছে কলকাতা পুলিশ।
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ ব্যাপারে নগরপাল মনোজ ভার্মা জানান, জয়েন্ট সিপি সাইবার এবং জয়েন্ট লিগাল সাইবার হিসেবে দু’টি নতুন পদ তৈরি করা হচ্ছে। আগামী মন্ত্রীসভার বৈঠকে এই প্রস্তাব পাশও হয়ে যেতে পারে বলে আশা করছেন তিনি। আন্তর্জাতিক নারী দিবসে কলকাতার নারীদের জন্য সাইবার সুরক্ষায় বড় পদক্ষেপ করল কলকাতা পুলিশ।
তিনি জানান, কলকাতা পুলিশ মহিলাদের পাশে আছে। কিন্তু নিজেদেরকেও ন্যূনতম সেলফ ডিফেন্স স্কিল ডেভেলপড করতে হবে। কলকাতা পুলিশ সর্বদাই তৎপর আছে। গত বছর একটা ঘটনা ঘটে যাওয়ার পর থেকে সারভিলেন্স অনেক বেড়েছে। সিসিটিভি ক্যামেরার আওতায় আরও বেশি এলাকা এসেছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement